ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

খালেদার চিকিৎসার নামে প্রতারণা করছে সরকার : রিজভী

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৩২ পিএম, ০১ এপ্রিল ২০১৯

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার নামে সরকার প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সোমবার দুপুরে রাজধানীর বাড্ডা এলাকায় খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে ঝটিকা মিছিল-পূর্বক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা এখন চরম পর্যায়ে উপনীত হয়েছে। তাকে চিকিৎসার নামে সরকার প্রতারণা করছে। দেশনেত্রীর পছন্দের হাসপাতালে চিকিৎসার সুযোগ না দিয়ে বরং যেখানে উন্নত চিকিৎসা দূরের কথা চিকিৎসার আধুনিক সরঞ্জামাদিও নেই সেই হাসপাতালে নিয়ে চিকিৎসার নামে জনগণকে বারবার ধোঁকা দিচ্ছে।

তিনি বলেন, এটি বেগম জিয়ার জীবন নিয়ে ছিনিমিনি খেলারই শামিল। এই খেলা বন্ধ করে অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার পছন্দের হাসপাতালে সুচিকিৎসার সুযোগসহ নিঃশর্ত মুক্তির দাবি জানাই।

বিএনপির সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আজ বেলা দেড়টায় বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে রাজধানীর বাড্ডাস্থ সুবাস্তু টাওয়ারের সামনে থেকে উত্তর বাড্ডার ফুজি টাওয়ার পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

কেএইচ/আরএস/এমএস

আরও পড়ুন