ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

খালেদার জন্য নতুন মেডিকেল বোর্ড

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ০১ এপ্রিল ২০১৯

অসুস্থ কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য নতুন মেডিকেল বোর্ড গঠন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।

বোর্ডের সভাপতি করা হয়েছে অধ্যাপক ডা. জিলন মিঞা সরকার, ইন্টারন্যাল মেডিকেল বোর্ডের চেয়ারম্যান। সদস্যরা হলেন অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক রিউমাটোলোজি বিভাগ; ডা. তানজিমা পারভিন কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক; ডা. বদরুন্নেসা আহমেদ ফাজিকেল ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ; ডা. চৌধুরী ইকবাল মাহমুদ অর্থোপেডিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক।

বিএসএমএমইউয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে মাহবুবুল হক জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, নতুন মেডিকেল বোর্ডে সহকারী হিসেবে আরও দুজন থাকছেন। তারা হলেন- ডা. শামীম আহমেদ রিউমাটোলোজি বিভাগের সহকারী অধ্যাপক ও ডা. মামুন (খালেদার জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও নিকটাত্মীয়)।

বিএনপি নেতাদের দীর্ঘদিনের দাবি ছিল ডা. মামুনকে মেডিকেল বোর্ডের সদস্য করা। কিন্তু এবারও তাকে মেডিকেল বোর্ডে রাখা হয়নি।

আগের বোর্ড থাকতে নতুন করে কেন মেডিকেল বোর্ড করা হয়েছে এমন প্রশ্নের জবাবে মাহবুবুল হক বলেন, আগের বোর্ডের সভাপতি আবদুল জলিল অবসরে যাওয়ায় নতুন বোর্ড করা হয়েছে। নতুন বোর্ডের ব্যাপারে বিএনপি চেয়ারপারসন কোনো আপত্তি জানাননি। তিনি এ বোর্ডে সন্তুষ্টি প্রকাশ করেছে।

এআর/জেএইচ/পিআর

আরও পড়ুন