ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

বিএনপিকে পালাতে হয় কি-না তা নিয়ে আশঙ্কা তথ্যমন্ত্রীর

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ২৫ মার্চ ২০১৯

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করলে ভোট প্রদানের হার আরও ভালো হতো। কিন্তু বিএনপি যেভাবে নির্বাচন থেকে পালিয়ে বেড়াচ্ছে, আমার আশঙ্কা হচ্ছে এভাবে নির্বাচন থেকে পালাতে পালাতে তাদের এক সময় হয়তোবা রাজনীতি থেকে পালিয়ে যেতে হয় কি-না সে আশঙ্কা দেখা দিয়েছে।’

আজ (সোমবার) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব বলেন।

তিনি বলেন, বিএনপির বরাবরই উদ্দেশ্য থাকে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। তারই ধারাবাহিকতায় গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বলেছেন, সরকার নাকি বিএনপি ও ঐক্যফ্রন্টকে ভাঙার চেষ্টা করছে। ঐক্যফ্রন্টকে ভাঙার কোনো প্রয়োজন নেই।

তিনি বলেন, তেল আর পানির মিশ্রণ ঘটালে যেমনটা হয় ঐক্যফ্রন্ট হচ্ছে সেরকম একটি মিশ্রণ। তেল আর পানি যেমন কখনো মেশানো যায় না ঐক্যফ্রন্টে চরম ডানপন্থী বামপন্থী মধ্যপন্থীসহ বিভিন্ন পন্থীদের যে সংমিশ্রণ ঘটেছে সেটা হচ্ছে তেল আর পানির মিশ্রণের মতো।

তেল আর পানির মিশ্রণ ঘটালে যেমন আলাদাই থাকে সেখানে তাদের অবস্থা হচ্ছে আলাদা আলাদা।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপিকে ভাঙার কোন প্রয়োজন নেই। আমরা চাই বিএনপি একটি শক্তিশালী দল হিসেবে টিকে থাকুক এবং গণতন্ত্রের অভিযাত্রাকে অব্যাহত রাখতে অবদান রাখুক কিন্তু বিএনপি নিজেই নিজেকে দুর্বল করার সিদ্ধান্ত নিয়েই যেন এগোচ্ছে।’

এমইউ/এমআরএম/জেআইএম

আরও পড়ুন