ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

গুমের শিকার পরিবারকে খালেদার সহমর্মিতা

প্রকাশিত: ১১:৩৯ এএম, ৩০ আগস্ট ২০১৫

বিশ্ব গুম দিবস উপলক্ষে গুমের শিকার বক্তি ও তাদের স্বজনের প্রতি সহমর্মিতা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রোববার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ সহমর্মিতা প্রকাশ করেন।

“অনন্ত অপেক্ষা... বাংলাদেশে গুম ২০০৯-২০১৫” “বিশ্ব গুম দিবস উপলক্ষে গুমের শিকার ব্যক্তিদের স্বজনের প্রতি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সহমর্মিতা” শীর্ষক এ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ‘গুমের শিকার ২৬ পরিবার ও তাদের ৬০/৬৫জন স্বজন।

এর মধ্যে বিএনপির নিখোঁজ সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর স্ত্রী তাহমিনা রুশদির লুনা, নেয়াখালীর হাজীরপাড়া ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুকের স্ত্রী পারভিন আক্তার, লাকসাম পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির পারভেজের স্ত্রী শাহনাজ আক্তার ও তার ছোট ভাই গোলাম ফারুক, মাজহারুল ইসলাম রাসেলের মা খাদিজা বেগম, তেজগাঁওয়ের নাখালপাড়া যুবদলের সভাপতি সাজিদুল ইসলাম সুমনের মা হাজেরা খাতুন ওবোন ফেরদৌসি, মো. ইয়াকুব আলীর ভাই মো. আল আমিন, বিমান বন্দর থানা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মুন্নার মা ময়ুরী বেগম ও বাবা মো. শামসুদ্দিন, আব্দুল কাদের মাসুমের মা আয়শা আলী, আদনান চৌধুরীর মা কানিজ ফাতেমা, কাওসারের মা কমলা খাতুন, বংশাল থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক পারভেজ হোসেনের স্ত্রী ফারজানা, গুলশান থানা ছাত্রদলের প্রচার সম্পাদক সাইফুর রহমান সজিবের বাবা শফিকুর রহমান, সূত্রাপুর থানা ছাত্রদলের সভাপতি সেলিম রেজা পিন্টুর বোন রেহেনা বানুসহ অন্য স্বজন হারা ব্যক্তিরা উপস্থিত রয়েছেন।

বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে উপস্থিত রয়েছেন দলের ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, সেলিমা রহমান, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা এ্যাডভোকেট আহমেদ আজম খান, সিনিয়র সাংবাদিক শফিক রেহমান, বারিস্টার রুমিন ফারহানাসহ অন্যরা উপস্থিত রয়েছেন।

এমএম/এএইচ/পিআর