খালেদার মুক্তি চেয়ে চার ঘণ্টার অনশনে বিএনপি
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়েরকৃত এক মামলায় দণ্ডিত হয়ে দীর্ঘ এক বছরের অধিক সময় ধরে কারাবন্দি আছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার আশু মুক্তি ও সুচিকিৎসার দাবিতে চার ঘণ্টার গণঅনশন করছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (২০ মার্চ) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এই কর্মসূচি পালন করছেন দলীয় নেতাকর্মীরা। দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরীসহ বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনশনে অংশ নিয়েছেন।
বিএনপির সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মনির হোসেন জানিয়েছেন দুপুর ১২টার দিকে এই অনশন শুরু হয়, চলবে বিকেল ৪টা পর্যন্ত।
তিনি আরও জানান, বিকেল তিনটার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে উপস্থিত থেকে গণমাধ্যমে বক্তব্য রাখবেন।
কেএইচ/এমএমজেড/এমকেএইচ