ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

‘দফায় দফায় গ্যাসের মূল্য বাড়ানো অযৌক্তিক’

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:২৮ পিএম, ১২ মার্চ ২০১৯

অযৌক্তিকভাবে গ্যাসের মূল্য বাড়ানোর প্রস্তাব বাতিলের দাবি জানিয়েছে ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ)। তারা বলছেন, দফায় দফায় গ্যাসের মূল্য বাড়ানো অযৌক্তিক।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গ্যাসের মূল্য বাড়ানোর প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ইতোমধ্যে সব গ্যাস কোম্পানি গ্রাহক পর্যায়ে গ্যাসের মূল্য বাড়ানোর যে প্রস্তবনা করেছেন তা অযৌক্তিক, অগণতান্ত্রিক ও অন্যায় আবেদন। বিদ্যুৎ উৎপাদন, সার উৎপাদন, সিএনজি, বাণিজ্যিক ও আবাসিক গৃহস্থালি কাজে ব্যবহারিত খাতে গড়ে ১৩২ শতাংশ মূল্য বাড়ানোর ফলে দেশে নাগরিক জীবন ব্যবস্থায় চরম বিপর্যয় নেমে আসবে বলে এনডিএফ আশঙ্কা প্রকাশ করছে।

তারা আরও বলেন, এনার্জি রেগুলেটরি কমিশন গ্যাস কোম্পানিগুলোর দুর্নীতি বন্ধে কার্যকর কোনো উদ্যোগ না নিয়ে তাদের প্রস্তাবিত মূল্য বাড়ানোর আবেদন গ্রহণ করে অন্যায় করেছেন। জনগণের জীবনযাত্রার প্রতি লক্ষ্য রেখে গ্যাসের মূল্য বাড়ানোর সব সিদ্ধান্ত থেকে সরকার সরে আসবে বলে আমরা মনে করি।

এনডিএফ চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালুর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি) মহাসচিব আব্দুল হাই মণ্ডল, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সভাপতি একেএম মহিউদ্দিন বাবলু, ন্যাশনাল আওয়ামী পার্টির চেয়ারম্যান আব্দুল সরকার, বাংলাদেশ ইসলামিক পার্টির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ-এনসিবির চেয়ারম্যান অধ্যাপক কাজী ছাবের আহাম্মদ প্রমুখ।

এএস/জেএইচ/পিআর

আরও পড়ুন