ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

বিএনপির ৪ নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৮:৪৩ এএম, ০৬ মার্চ ২০১৯

দলের সিদ্ধান্ত অমান্য করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়ায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির তিন নেত্রীসহ চার নেতাকে বহিষ্কার করেছে দলটির হাই কমান্ড।

মঙ্গলবার (৫ মার্চ) রাতে বিএনপির সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কাররা হলেন- লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম ছলিম উদ্দিন চৌধুরী প্রকাশ খোকন চৌধুরী, পটিয়া উপজেলা বিএনপি নেত্রী আফরোজা বেগম জলি, চন্দনাইশ উপজেলা বিএনপি নেত্রী শাহ নেওয়াজ বেগম ও বোয়ালখালী উপজেলা বিএনপি নেত্রী শাহিদা আকতার শেফু। তাদেরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এদিকে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী হওয়ায় মিরসরাই ও রাউজান উপজেলায় এবার আর ভোট হচ্ছেনা। মিরসরাইতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন- চেয়ারম্যান পদে জসিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান পদে মো. আলাউদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ইসমত আরা।

এছাড়া রাউজানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন- চেয়ারম্যান পদে একেএম এহছানুল হায়দার চৌধুরী বাবুল, ভাইস চেয়ারম্যান পদে নুর মোহাম্মদ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফৌজিয়া খানম।

আবু আজাদ/এমএসএইচ/জেআইএম

আরও পড়ুন