ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

বিএনপির আরও ৮ নেতা বহিষ্কার

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৭:০৭ পিএম, ০৫ মার্চ ২০১৯

দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করায় বিএনপির আরও ৮ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার দলটির সহ দফতর বেলাল আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণের জন্য মৌলভীবাজার জেলাধীন শ্রীমঙ্গল উপজেলা বিএনপি নেতা ও মৌলভীবাজার জেলা যুবদল সহ-সভাপতি লিটন আহমেদ, শ্রীমঙ্গল উপজেলা বিএনপি নেত্রী ও সাবেক মহিলা বিষয়ক সম্পাদক হেলেনা আক্তার চৌধুরী, কমলগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বর্তমান সদস্য আব্দুল মুয়ীন ফারুক, কমলগঞ্জ উপজেলা বিএনপি নেত্রী ও সাবেক মহিলা বিষয়ক সম্পাদক পারভীন আক্তার লিলি, চট্টগ্রাম দক্ষিণ জেলাধীন লোহাগাড়া উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এস এম ছলিম উদ্দিন চৌধুরী প্রকাশ খোকন চৌধুরী, পটিয়া উপজেলা বিএনপি নেত্রী ও মহিলা দল নেত্রী আফরোজা বেগম জোলি, চন্দনাইশ উপজেলা বিএনপি নেত্রী ও মহিলা দল নেত্রী শাহ নেওয়াজ বেগম এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা ও বোয়ালখালী উপজেলা বিএনপি নেত্রী ও মহিলা দল নেত্রী শাহিদা আকতার শেফুকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে ১ মার্চ ও ২৮ ফেব্রুয়ারি দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করায় ৬ নেতাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি।

তারা হলেন- বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর শাহ আলম এবং জেলার শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম। বগুড়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা বিএনপি’র সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, মাগুরা জেলা বিএনপির সদস্য ও মোহাম্মদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খান বাচ্চু, সিরাজগঞ্জ জেলাধীন চৌহালী উপজেলা বিএনপির সদস্য মাহফুজা খাতুন এবং দলের প্রাথমিক সদস্য মেজর (অব.) আবদুল্লাহ আল মামুন।

কেএইচ/জেএইচ/জেআইএম

আরও পড়ুন