ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

চার দিনের সফরে রংপুরে যাচ্ছেন এরশাদ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:৩৩ পিএম, ০২ মার্চ ২০১৯

চার দিনের ব্যক্তিগত সফরে রংপুরে যাচ্ছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার সকাল সাড়ে ৯টায় হুসেইন মুহম্মদ এরশাদ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে বারিধারার প্রেসিডেন্ট পার্ক থেকে বের হবেন। বেলা সাড়ে ১০টায় হেলিকপ্টারযোগে রংপুর সেনানিবাসের উদ্দেশে রাজধানী ছাড়বেন তিনি। বেলা সাড়ে ১১টায় রংপুর সেনানিবাসে পৌঁছে হোটেল গ্র্যান্ড প্যালেসে যাবেন এরশাদ।

এরপর ৪ ও ৫ মার্চে হুসেইন মুহম্মদ এরশাদ ব্যক্তিগত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

৬ মার্চ বুধবার বিকেল ৪টায় রংপুর সেনানিবাস থেকে হেলিকপ্টারযোগে রাজধানীর উদ্দেশে রংপুর ছেড়ে আসবেন তিনি।

সাবেক রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে থাকবেন-পার্টির মহাসচিব ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মো. মসিউর রহমান রাঙ্গা ও পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) মো. খালেদ আখতার।

এইউএ/এনডিএস/এমএস

আরও পড়ুন