ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

দেশে জীবনের কোনো মূল্য নেই : মঈন খান

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৪১ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৯

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, ‘কোটি কোটি মানুষের দেশে জীবনের কোনো মূল্য নেই। মূল্য হচ্ছে অর্থ-বিত্ত-বৈভব, যার কাছে অর্থ, বিত্ত আছে তিনি সমাজে সবচেয়ে সম্মানিত ব্যক্তি। সমাজের বিবর্তনে বিগত ১০ বছরে আমরা কী তাই দেখছি না? এখানে দরিদ্র মানুষের জীবন কীভাবে চলে কেউ এ খবরও রাখছে না।’

মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলরুমে চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে গণফোরাম আয়োজিত নাগরিক শোকসভায় তিনি একথা বলেন।

মঈন খান বলেন, ‘চুঁড়িহাট্টায় কতজন মারা গেছেন? নিউইয়র্ক টাইমসের হিসাবে ১১০ জন মারা গেছেন। আমাদের সরকারের হিসাবে ৬৯ জন, ঢাকার পত্র-পত্রিকায় দেখেছি ৮১ জন। আপনারা কী রানা প্লাজার ট্র্যাজেডির কথা ভুলে গেছেন।’

পুরান ঢাকা কেমিক্যালের গোডাউন অপসারণ প্রসঙ্গ সাবেক এ মন্ত্রী বলেন, ‘কেমিক্যাল সামগ্রী মুহূর্তের মধ্যে জ্বলে উঠে ধব ধব করে মানুষের জীবন কেড়ে নেয়। কথাগুলো সত্যি। বিড়ালের গলায় ঘণ্টা বাজাবে কে? কে সরাবে? কীভাবে সরাবে?’

তিনি বলেন, ‘কিছুদিন আমি পরিকল্পনার দায়িত্বে ছিলাম সেই অভিজ্ঞতা থেকে আমি যদি বলি - কালকেই সরিয়ে নাও, কালকে কিন্তু সরানো যাবে না। আপনারা দেখেছেন হাজারিবাগে চামড়ার কারখানা সরাতে কত বছর সময় লেগেছে, এখনও সম্পন্ন হয়নি-এটাই বাস্তবতা। সেজন্য প্রয়োজন সুষ্ঠু ও বাস্তব সম্মত পরিকল্পনা।’

ড. কামাল হোসেনের সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাঈদ, গণফোরাম নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মোহসিন মন্টু প্রমুখ।

কেএইচ/জেএইচ/জেআইএম

আরও পড়ুন