ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

দাম বৃদ্ধি মরার উপর খাঁড়ার ঘা : এরশাদ

প্রকাশিত: ১২:৫০ পিএম, ২৭ আগস্ট ২০১৫

বিশ্ব বাজারে জ্বালানির দাম কমলেও দেশের বাজারে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্তকে মরার উপর খাঁড়ার ঘা বলে মন্তব্য করেছেন সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। বৃহস্পতিবার বিইআরসির দাম বাড়ানোর ঘোষণার পর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।

বিবৃতিতে এরশাদ বলেন, “এই মূল্য বৃদ্ধি হবে দেশের আপামর মানুষের জন্য মরার উপর খাঁড়ার ঘায়ের মতো। “এমনিতেই দেশের সাধারণ মানুষ দ্রব্যমূল্যের যাঁতাকলে নিষ্পেষিত হয়ে আছে। তার উপর ২ দশমিক ৯৭ শতাংশ হারে বিদ্যুতের মূল্য বৃদ্ধি এবং ২৬ দশমিক ২৯ শতাংশ হারে গ্যাসের মূল্য বৃদ্ধি করা হলে দ্রব্যমূল্য আরো বেড়ে যাবে। নির্দিষ্ট আয়ের মানুষ চরমভাবে দুর্দশার মধ্যে পড়বে।”

আন্তর্জাতিক বাজারের সঙ্গে জ্বালানি তেলের দাম সমন্বয় করার দাবি জানিয়ে এরশাদ বলেন,“যেখানে আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য হ্রাস পেয়েছে সেখানে তেলের মূল্য না কমিয়ে উল্টো গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়ে দেওয়ার মতো জনস্বার্থবিরোধী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আমরা সরকারের প্রতি গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল এবং তেলের মূল্য হ্রাস করার জোর দাবি জানাচ্ছি।”


এসকেডি/এমআরআই