ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সাহায্য করবে বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৯:০৬ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৯

পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সাধ্যমত সাহায্যের ঘোষণা দিয়েছে বিএনপি।

শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে অগ্নিদগ্ধদের খোঁজ-খবর নিতে এসে এ ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে অগ্নিদগ্ধদের বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং আহতদের আত্মীয় স্বজনের সঙ্গেও কথা বলেন।

আগুনে ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে সরকারের প্রতি দাবি জানিয়ে তিনি বলেন, দল হিসেবে বিএনপি এখন অত্যন্ত প্রতিকূল অবস্থায় আছে। তবুও আমরা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াব। তাদের সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করব।

সরকারি অব্যবস্থাপনার অভিযোগ করে ফখরুল বলেন, সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। তারা শুধু কথাই বলে যাচ্ছে। সরকারের কোনো অ্যাকাউন্টিবিলিটি নেই। সব ক্ষেত্রেই তারা খামখেয়ালি আচরণ করছে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

কেএইচ/জেএইচ/পিআর

আরও পড়ুন