ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

বরিশালে খালেদা জিয়ার মামলা খারিজ

প্রকাশিত: ১১:২৯ এএম, ২৭ আগস্ট ২০১৫

জাতীয় শোক দিবসে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন পালনে নিষেধাজ্ঞা চেয়ে বরিশালে দায়ের করা আপিল মামলাটি খারিজ করে দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আনোয়ারুল হক মামলাটির শুনানি শেষে এ আদেশ দেন।

বরিশাল বিএম কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মঈন তুষার এই মামলার বাদী। আইনজীবী আজাদ রহমানের মাধ্যমে তিনি এ মামলা দায়ের করেন।

বাদী পক্ষের আইনজীবী আজাদ রহমান জাগো নিউজকে জানান, বেগম খালেদা জিয়ার প্রকৃত জন্মদিন ১৯৪৬ সালের ৯ সেপ্টেম্বর। কিন্তু তিনি ১৫ আগস্ট জন্মদিন পালন করে জাতিকে ব্যাথিত ও বিভ্রান্ত করছেন। ভবিষ্যতে ১৫ আগস্টে যাতে তিনি জন্মদিন পালন না করতে পারেন সে ব্যাপারে নিষেধাজ্ঞা জারির আবেদন করেন তারা।

এর আগে গত ১০ আগস্ট বরিশাল সদর সিনিয়র সহকারী জজ আদালতে আইনজীবীর মাধ্যমে এ মামলা দায়ের করেছিলেন মঈন তুষার। কিন্তু তখন আদালত শুনানি শেষে মামলাটি খারিজ করে দেন। আদালতের ওই আদেশে সংক্ষুব্ধ হয়ে মামলার বাদী জেলা জজ আদালতে পুনরায় আপিল করলে জেলা জজ আদালত আজ এ নির্দেশ দেন।  

বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) মো. ফারুক হোসেন জাগো নিউজকে জানান, সদর সিনিয়র সহকারী জজ আদালতের পূর্বের দেওয়া খারিজ আদেশ বহাল রাখেন জেলা ও দায়রা জজ আদালত। ফলে মামলাটি খারিজ হয়ে যায়।

মামলায় মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, বরিশাল জেলা (উত্তর) বিএনপির সভাপতি, বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির সভাপতি, কোতয়ালী থানা বিএনপির সভাপতি ছাড়াও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ৬ নম্বর এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফকরুল ইসলাম আলমগীরকে সাত নম্বর বিবাদী করা হয়েছিলো।

সাইফ আমীন/এমজেড/এমআরআই