ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

এখন কাজের পরিধি বাড়বে : লুৎফুন্নেসা খান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:০৫ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৯

এমপি হওয়ার পর এখন কাজের পরিধি বাড়বে বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লুৎফুন্নেসা খান। বুধবার (২০ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংরক্ষিত নারী আসনে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমি দীর্ঘদিন মহিলা ফ্রন্টে কাজ করেছি। আমি মনে করি এমপি হওয়ার পর কাজের পরিধি বাড়বে।

শপথ নিয়ে ভালো লাগছে জানিয়ে লুৎফুন্নেসা খান বলেন, আমার দায়িত্বপ্রাপ্ত এলাকায় নারী ও শিশুদের জন্য অনেক কাজ করার আছে। আমি সাধ্যমত কাজ করার চেষ্টা করব।

এর আগে স্পিকার ড. শিরীর শারমিন চৌধুরী সকাল সাড়ে ১০টায় সংরক্ষিত নারী এমপিদের শপথ বাক্য পাঠ করান। সংসদ ভবনের নিচতলায় শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদের দায়িত্বপ্রাপ্ত সচিব আ ই ম গোলাম কিবরিয়া।

প্রথমে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্যরা শপথ নেন। এরপর জাতীয় পার্টির সংসদ সদস্যরা এবং ওয়ার্কার্স পার্টির একজন ও স্বতন্ত্র পার্টির একজন আলাদা আলাদাভাবে শপথ নেন।

এইউএ/আরএস/এমএস

আরও পড়ুন