যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছিলেন বঙ্গবন্ধু : মতিয়া চৌধুরী
বঙ্গবন্ধু যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছিলেন কিন্তু জিয়াউর রহমান তা বাতিল করেছিলেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে শেখ রাসেল চেস ক্লাব আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার হত্যা ও আত্মীয় স্বজনের হত্যার বিচার করেই ক্ষান্ত হয়নি। যুদ্ধাপরাধীদের বিচার করছেন। যা বঙ্গবন্ধু শুরু করেছিলেন। আর জিয়াউর রহমান বাতিল করেছিলেন।
মতিয়া চৌধুরী বলেন, শেখ হাসিনা ক্ষমতায় না আসলে আমরা বঙ্গবন্ধুর হত্যার বিচার করতে পারতাম, তা বিশ্বাস করি না। তিনি ক্ষমতায় না এলে দেশে যুদ্ধাপরাধীদের বিচার হতো না।
কানাডা ও আমেরিকার সমালোচনা করে তিনি বলেন, আপানারা বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় দিয়ে এখন আবার মানবাধিকারের জন্য লম্বা লম্বা কথা বলছেন। আমরা যদি আপনাদের রাষ্ট্রপতি খুনিদের আশ্রয় দিতাম। তাহলে আপনারা কি আমাদের ছেড়ে কথা বলতেন। আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেন। অধিকার শুধু কি আপনাদের। শিশু শেখ রাসেলের কি কোনো অধিকার নেই। সকল শিশু হত্যার বিচার করতে হবে। তাহলেই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে।
সংগঠনের সভাপতি কে এম শহিদউল্যার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- প্রবীন আওয়ামী লীগ নেতা মোজাফ্ফর হোসেন পল্টু, সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা, ডা. সিরাজুল ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল তারেক প্রমুখ।
আএসএস/আরএস/আরআইপি
সর্বশেষ - রাজনীতি
- ১ জিয়াউর রহমানের সমাধিতে নিউইয়র্ক বিএনপি সভাপতির শ্রদ্ধা
- ২ মির্জা ফখরুলের সঙ্গে অস্ট্রিয়ার অনাবাসিক রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- ৩ খালেদা জিয়ার সঙ্গে তারেকের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সাক্ষাৎ
- ৪ আওয়ামী লীগকে স্বাধীনতার পক্ষের শক্তি বলার যৌক্তিকতা নেই: মঈন খান
- ৫ দোসররা আওয়ামী লীগকে রক্ষার চেষ্টা চালাচ্ছে: জাতীয় নাগরিক কমিটি