কাজী জাফরের মৃত্যুতে ন্যাপের শোক
২০ দলীয় জোটের অন্যতম শীর্ষনেতা, জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় বলা হয়, এককালের তুখর ছাত্র ও শ্রমিক নেতা, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কাজী জাফর আহমদ ছিলেন বাংলাদেশের জাতীয়তাবাদী ও দেশপ্রেমিক রাজনীতির এক উজ্জল নক্ষত্র। মজলুম জননেতা মওলানা ভাসানীর ঘনিষ্ট এই সহচর আধিপত্যবাদ বিরোধী জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক রাজনীতিতে যে অবদান রেখেছেন জাতি তা শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
শোক বার্তায় নেতৃদ্বয় বলেন, ন্যাপের এককালের সাধারণ সম্পাদক কাজী জাফর আহমদের চলমান গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতির এই সংকটকালে তার মত মেধাসম্পন্ন নেতৃত্বের মৃত্যুতে যে ক্ষতি হলো তা অপূরনীয়।
শোক বার্তায় নেতৃদ্বয় মরহুম কাজী জাফর আহমদের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে কাজী জাফর আহমদের মৃত্যু হয়।
এআরএস/আরআইপি
সর্বশেষ - রাজনীতি
- ১ জনগণের অধিকার ফিরিয়ে দিতে ভূমিকা রাখবে জামায়াত: শাহাজাহান
- ২ আমরা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল না: ডা. শফিকুর রহমান
- ৩ শোষণের বিরুদ্ধে আর শোষিতের পক্ষে ছিলেন মওলানা ভাসানী: তারেক রহমান
- ৪ সরকার পরিচালনায় অদক্ষতা জনগণ সহজভাবে নেবে না: তারেক রহমান
- ৫ বিএনপি ক্ষমতায় যাওয়ার নিশ্চয়তা কীভাবে পেয়েছে: চরমোনাই পীর