বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্ট
জাতীয় সংসদ নির্বাচনে ‘ভোট জালিয়াতি’ নিয়ে ২৪ ফেব্রুয়ারির গণশুনানিসহ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে বৈঠকে বসেছে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি। আজ (রোববার) বিকেল ৪টা ৩৫ মিনিটে মতিঝিলের গণফোরামের কেন্দ্রীয় কার্যলয়ে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন থাকার কথা থাকলেও শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি উপস্থিত হননি। এছাড়া দেশের বাইরে থাকায় বিএনপি মহাসচিব ও স্টিয়ারিং কমিটির সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বৈঠকে উপস্থিত হতে পারেননি।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, জাসদের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরীসহ জোটের স্টিয়ারিং কমিটি এবং ঐক্যফ্রন্টের ঢাকা মহানগর সমন্বয় কমিটির কয়েকজন সদস্য উপস্থিত রয়েছেন।
গত ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে ‘ভোট জালিয়াতি’র অভিযোগে আগামী ২৪ ফেব্রুয়ারি গণশুনানির করবে ঐক্যফ্রন্ট। বৈঠকে গণশুনানীর প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এছাড়াও সম্প্রতি জামায়াতে ইসলামী নেতাদের পদত্যাগ ও বহিষ্কারের বিষয়টি নিয়েও বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে।
বৈঠক শেষে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবে ঐক্যফ্রন্ট।
এআর/আরএস/পিআর