কারাবন্দি খালেদা, চলছে বিএনপির প্রতিবাদ সভা
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবন্দির এক বছর পূর্তিতে দলটির পক্ষ থেকে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। শুক্রবার বিকেল সোয়া ৩টায় ঢাকা মহানগর ওলামা দলের সভাপতি আলমগীর হোসেনের কুরআন তেলাওয়াতের মধ্যদিয়ে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই প্রতিবাদ সভা শুরু হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। সভাপতিত্ব করছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সভা পরিচালনা করছেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আউয়াল খান, স্বনির্ভরবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সুলতানা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশে অংশ নিয়েছেন।
সভার শুরুতে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসান সূচনা বক্তব্য দেন। বক্তব্যে খালেদা জিয়ার মুক্তির দাবিতে কার্যকরী আন্দোলন গড়ে তুলতে না পারার ব্যর্থতা নিজের কাঁধে তুলে নেন তিনি।
কেএইচ/এসআর/এমকেএইচ