খালেদার নিঃশর্ত মুক্তির দাবিতে আইনজীবীদের মানববন্ধন
কারাবন্দি বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টে মানববন্ধন করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা।
বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) ভবনের সামনের চত্বরে শতাধিক আইনজীবী এই মানববন্ধন অংশ নেন।
মিথ্যা মামলায় সাজা দিয়ে ষড়যন্ত্রমূলকভাবে জেলে একবছর বন্দি রাখার প্রতিবাদে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে খালেদা জিয়া মুক্তি আইনজীবী পরিষদ।
মানববন্ধনে অংশ নিয়ে অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন আইনজীবীরা।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট মুহাম্মদ মোসলেম উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্ট বারের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। এছাড়া আরও উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী অ্যাডভোকেট মীর মোহাম্মদ নাছির উদ্দিন, সুপ্রিম কোর্ট বারের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দীন আহমেদ, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ন্যাশনাল ’লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু, অ্যাডভোকেট শাহ আহমেদ বাদল, অ্যাডভোকেট এম এম ওয়াছেল উদ্দিন বাবু প্রমুখ। মানববন্ধন ও প্রতিবাদ সভা পরিচালনা করেন খালেদা জিয়া মুক্তি আইনজীবী পরিষদের সদস্য সচিব অ্যাডভোকেট হেমায়েত উদ্দীন বাদশা।
প্রতিবাদ সভায় সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, বিচার বিভাগের ওপর হস্তক্ষেপের কারণে খালেদা জিয়ার ন্যায় বিচার হচ্ছে না। খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেয়া হয়েছে। অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। অন্যথায় আইনজীবীদের সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ মোসলেম উদ্দীন বলেন, মিথ্যা মামলায় সাজা দিয়ে বেগম খালেদা জিয়াকে জেলে রাখা হয়েছে। তাকে মুক্তি দিয়ে প্রমাণ করুণ দেশে গণতন্ত্র আছে।
এফএইচ/জেএইচ/এমকেএইচ