ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

‘বিএনপি নেতারা নিজের ব্যাপারেই সন্দিহান’

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৩:০৯ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৯

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘দেশ যে আজ উন্নত হচ্ছে এটি ভাল লাগছে না, তাই তারা আবোল-তাবোল কথা বলছেন। রিজভী আহমেদ সাহেব আজ সকাল বেলা বলেছেন, তারা সমস্ত কিছুর মধ্যে সন্দেহ দেখেন। আসলে তারা নিজের মধ্যেই সন্দেহ দেখেন। নিজের ব্যাপারেই তারা সন্দিহান। যে কারণে অন্য সবাইকে সন্দেহ করেন। আমি তাদের অনুরোধ জানাবো নিজের ওপর আগে আস্থা স্থাপন করার চেষ্টা করার জন্য, তাহলে সব কিছু তারা সন্দেহের চোখে দেখবেন না।’

আজ (বুধবার) দুপুরে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরামের উদ্যোগে আয়োজিত মতবিনিময় ও শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরামের শীর্ষ নেতা হাসান শাহরিয়ারের সভাপতিত্বে ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, সাবেক মহাসচিব ওমর ফারুক, বিএফইউজে মহাসচিব শাবান মাহমুদ, যুগ্মমহাসচিব আবদুল মজিদ, সাবেক নেতা শাহজাহান মিয়া, ডিইউজের সাবেক সভাপতি কাজি রফিক,সাবেক সাধারন সম্পাদক কুদ্দুস আফ্রাদ, জাকারিয়া কাজল, ডিইউজের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, ৭১ টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু, ডিবিসি টেলিভিশনের সিইও মঞ্জুরুল ইসলাম, দৈনিক সময়ের আলো সম্পাদক রফিকুল ইসলাম রতন, বাংলাদেশ প্রতিদিনের উপ-সম্পাদক মাহমুদ হাসান প্রমুখ।

এমইউ/এনএফ/জেআইএম

আরও পড়ুন