ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

রাজনৈতিক উদ্দেশ্যেই সোনার ছেলেদের ক্রসফায়ার

প্রকাশিত: ০২:১১ পিএম, ২৫ আগস্ট ২০১৫

ভবিষ্যতে সরকার পরিবর্তন হলে যাতে তাদের (বর্তমান সরকারের) মূল তথ্য প্রকাশ না হয় সেই রাজনৈতিক উদ্দেশ্যেই সোনার ছেলেদেরকে ক্রসফায়ারে হত্যা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রি. জে. (অব.) আ. স. ম হান্নান শাহ।

মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী তৃণমূল দল কেন্দ্রীয় কমিটি আয়োজিত জেলা প্রতিনিধি সভা উপলক্ষ্যে বর্ধিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

হান্নান শাহ বলেন, এতদিন বিরোধীদলীয় নেতাকর্মীদের জঙ্গি ও সন্ত্রাসী আখ্যা দিয়ে কথিত বন্ধুকযুদ্ধে হত্যা করা হতো। আর এখন রাজনৈতিক উদ্দেশ্যে তাদের ছেলেদেরকে ক্রসফায়ারে হত্যা করা হচ্ছে।

তিনি বলেন, বর্তমান সরকার জনগণকে ভয় পায় বলেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের কিছু উন্নয়ন কর্মকাণ্ড উদ্বোধন করছেন। যে সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় সেই সরকার জনগণের সামনে যেতে ভয় পায়। সেজন্য শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিছু উন্নয়ন কর্মকাণ্ড উদ্ধোধন করছেন।
 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, খালেদা জিয়াসহ দলের শত নেতা-কর্মীকেও যদি জেল দেয়া হয় তবুও `১৯ সালের আগেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে।

তিনি বলেন, সরকার মনে করছে বিএনপির কিছু সুযোগ সন্ধানী নেতাদের সাথে নিয়ে তিনি ক্ষমতায় থেকে নির্বাচনের ব্যবস্থা করবেন। সরকারের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনাদের কিছু করতে না পারলেও নিজ দলের সুযোগ সন্ধানী নেতাকর্মীকে দেখেই ছাড়বো।

গয়েশ্বর বলেন, ১/১১`র সময় দলের মধ্যে একবার ষড়যন্ত্র সৃষ্টি করেছিলো সুযোগ-সন্ধানী নেতারা। তাদেরকে একবার ক্ষমা করে দেওয়া হয়েছে ‍কিন্তু দ্বিতীয়বারের মত যারা মামলা-হামলা থেকে বাচাঁর জন্য ষড়যন্ত্রে লিপ্ত হবে তারা রক্ষা পাবে না।

আয়োজক সংগঠনের সভাপতি মো. হানিফ ব্যাপারীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম-মহাসচিব মো. শাজাহান, সাংগঠনিক সম্পাদক গোলাম আকবার খন্দকার, জাতীয় পার্টির (জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবীব লিংকন প্রমুখ।

আএসএস/এসঅাইএস/আরআইপি