‘শপথ ইস্যু’ গুরুত্ব পাবে গণফোরামের সম্মেলনের প্রস্তুতি সভায়
জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শরিক দল গণফোরামের জাতীয় সম্মেলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার। গণফোরামের নির্বাচিত দুই এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ ও মোকাব্বির খানের শপথ নেয়ার ইস্যুটি সভায় প্রাধান্য পাবে। সভায় উপস্থিত থাকবেন এই দুই এমপি।
বুধবার সকাল থেকে গণফোরামের মতিঝিলের কার্যালয়ে সভা অনুষ্ঠিত হবে।
গণফোরামের নেতা ও জাতীয় ঐক্যফ্রন্টের মিডিয়া কো-অর্ডিনেটর লতিফুল বারী হামিম জাগো নিউজকে বলেন, ‘সভায় গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন উপস্থিত থাকবেন। সভায় গণফোরামের নেতাকর্মী ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তারা উপস্থিত থাকবেন। নির্বাচিত দুই গণফোরাম নেতাকেও দাওয়াতপত্র পাঠানো হয়েছে।’
আরও পড়ুন>> কেউই শপথ নেবেন না : গণফোরাম
গণফোরামের দায়িত্বশীল সূত্র জানায়, সভায় গণফোরামের নির্বাচিত দুই নেতার শপথ নেয়া, না নেয়ার বিষয়টি প্রাধান্য পাবে। এ ছাড়া গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টুর অনুমতি ছাড়া শপথ নেয়ার ঘোষণা দেয়ার বিষয়টি নিয়ে আলোচনা হবে।
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৮৮ আসনে জয় পায়। জাতীয় ঐক্যফ্রন্ট পায় ৮টি আসন। নির্বাচনের দিন রাতেই ভোট ডাকাতির ও ব্যালট জালিয়াতির অভিযোগ তুলে ঐক্যফ্রন্টের নির্বাচিত প্রার্থীরা শপথগ্রহণ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেন।
গত ৫ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন গণফোরামের নির্বাচিত দুই এমপির শপথ নেয়ার বিষয়ে ‘জাতীয় ঐক্যফ্রন্টের অবস্থান ইতিবাচক’ বলে ঘোষণা দিয়েছিলেন। তবে পরদিন ‘ইতিবাচক মানে শপথ নিচ্ছেন এমন কথা নয়’ বলে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠায় গণফোরাম।
আরও পড়ুন>> অনড় গণফোরাম, উভয় সংকটে ঐক্যফ্রন্ট
তবে গত রোববার মৌলভীবাজার-২ আসনের এমপি সুলতান মোহাম্মদ মনসুর জাগো নিউজকে বলেন, আমার নির্বাচনী এলাকাসহ সারাদেশের অনেক নেতাকর্মী এবং সাধারণ মানুষের সঙ্গে কথা হয়েছে। এই সময়ে আমি একজন মানুষও পাইনি যে, শপথের বিপক্ষে। যেহেতু জনগণের জন্য রাজনীতি করি সেহেতু জনগণের মতামতকে মূল্য দিতে হবে।
পরদিন সোমবার গণফোরামের আরেক নির্বাচিত প্রতিনিধি মোকাব্বির খান শপথ নেবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘শপথের ব্যাপারে ড. কামাল হোসেন সবসময় ইতিবাচক। আমরা দু’জনই শপথ নেব।’
অবশ্য এদিনই সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে শপথ না নেয়ার বিষয়ে সিদ্ধান্ত জানায় গণফোরাম। বিষয়টি নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি।
এআর/জেডএ/এমকেএইচ