৩০ জানুয়ারির মধ্যেই দেশে ফেরার সম্ভাবনা এরশাদের
জাতীয় পার্টির মহাসচিব এবং বিরোধী দলীয় চিফ হুইপ মো. মসিউর রহমান রাঙ্গা বলেছেন, আগামী ৩০ জানুয়ারির মধ্যেই চিকিৎসা শেষে দেশে ফেরার সম্ভাবনা রয়েছে পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের।
শনিবার বিকেলে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় মহিলা পার্টি আয়োজিত হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।
রাঙ্গা বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদ সুস্থ হয়ে উঠছেন। আগামী ৩০ জানুয়ারির মধ্যেই চিকিৎসা শেষে তার দেশে ফিরে আসার সম্ভাবনা রয়েছে।’
তিনি আশা প্রকাশ করে বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদ আমাদের মাঝে ফিরে এসে আবারও জাতীয় পার্টির হাল ধরবেন। আবারও নেতৃত্ব দেবেন, কথা বলবেন সাধারণ মানুষের জন্য।’
তিনি বলেন, ‘মহান আল্লাহর হুকুমেই হুসেইন মুহম্মদ এরশাদ তিনবার কাবা শরিফ এবং রাসুল (স.) এর রওজা মোবারকের কাছে গিয়ে জিয়ারত করেছেন। এ সৌভাগ্য সবার হয় না। আর এমন এক ভাগ্যবান মানুষের সেবা থেকে নিশ্চয়ই আল্লাহ আমাদের বঞ্চিত করবেন না।’
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় মহিলা পার্টির সভানেত্রী অ্যাডভোকেট সালমা ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অনন্যা হুসেইন মৌসুমীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গা।
দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নুর-ই-হাসনা লিলি চৌধুরী, এসএম ফয়সল চিশতী, অধ্যাপিকা মাসুদা এম রশীদ চৌধুরী, মীর আবদুস সবুর আসুদ, উপদেষ্টা রওশন আরা মান্নান, নাজমা আক্তার, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, হেনা খান, সরদার শাহজাহান, যুগ্ম-মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু।
এইউএ/এনডিএস/এমকেএইচ