মেয়র নির্বাচনে আগ্রহ নেই বিএনপির
আগামী ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচনের ভোটগ্রহণের দিন ধার্য করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তবে এ নিয়ে বিএনপিতে আগ্রহ দেখা যাচ্ছে না।
ডিএনসিসির মেয়র আনিসুল হকের মৃত্যুর পর উপ-নির্বাচনের তারিখ ঘোষণা হলেও হাইকোর্টের রায়ে তা স্থগিত হয়ে যায়। ওই সময় পাঁচজন দলীয় মনোনয়নপ্রত্যাশী থাকলেও বিএনপির পক্ষ থেকে তাবিথ আউয়ালকে মনোনয়ন দেয়া হয়।
বিএনপির মনোনয়নপ্রত্যাশী অন্যদের মধ্যে ছিলেন- সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি এম এ কাইয়ুম, দলের কেন্দ্রীয় সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক শাকিল ওয়াহিদ সুমন এবং বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।
এবারের উপ-নির্বাচন নিয়ে জানতে চাইলে ড. আসাদুজ্জামান রিপন জাগো নিউজকে বলেন, ‘মেয়র পদে উপ-নির্বাচন নিয়ে আমার কোনো আগ্রহ নেই। তবে মেয়াদ শেষে যে নির্বাচন হবে সেটা নিয়ে ভাবা যেতে পারে।’
ডিএনসিসি নির্বাচন প্রসঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার বলেন, ‘এটা দলের সিদ্ধান্তের বিষয়। তবে আমি মনে করি এসব নির্বাচনে গিয়ে নেতাকর্মীদের ক্ষতির মধ্যে ফেলা ঠিক হবে না।’
এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘মেয়র পদে উপ-নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে আমাদের দলে এখনও কোনো আলোচনা হয়নি। এ বিষয়ে সিদ্ধান্ত হলে আমাদের মহাসচিব জানাবেন।’
কেএইচ/এমএআর/পিআর