ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

চলতি মাসেই বিএনপির বৈদেশিক সম্পর্ক কমিটি পুনর্গঠন

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৩৪ এএম, ২৩ জানুয়ারি ২০১৯

সাংবাদিক শফিক রেহমানকে আহ্বায়ক এবং ছাত্রদলের সাবেক সভাপতি ড. আসাদুজ্জামান রিপনকে সদস্য সচিব করে ১৫ সদস্যের বিএনপির যে বৈদেশিক সম্পর্ক বিষয়ক যে কমিটি ছিল তা বিলুপ্ত করা হয়েছে। চলতি মাসের মধ্যেই এই কমিটি পুনর্গঠন করা হবে।

বিলুপ্ত কমিটির সদস্য সচিব ড. আসাদুজ্জামান রিপন জাগো নিউজকে বলেন, ‘দীর্ঘদিন আগে কমিটি গঠন হওয়ায় তা বিলুপ্ত করা হয়েছে। গত ১৭ জানুয়ারি এই কমিটি বিলুপ্ত করা হয়। আশা করছি চলতি মাসের মধ্যেই কমিটি পুনর্গঠন হবে।’

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই কমিটি পুনর্গঠন হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, ‘কমিটি পুনর্গঠন নিয়ে দলীয় নেতাদের কারও কোনো মতামত থাকলে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহামুদ চৌধুরীর নিকট লিখিত আকারে জমা দিতে বলা হয়েছে।’

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের একটি সূত্র জানায়, শফিক রেহমান বার্ধক্যজনিত কারণে নিষ্ক্রিয় রয়েছেন, ইনাম আহমেদ চৌধুরী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। কমিটির গুরুত্বপূর্ণ দুই সদস্যের এই পরিস্থিতির কারণে বৈদেশিক কমিটি পুনর্গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। সাবেক পররাষ্ট্র সচিব রিয়াজ রহমানকে প্রধান করে এই কমিটি পুনর্গঠনের আলোচনা চলছে।

কেএইচ/বিএ

আরও পড়ুন