ক্ষমতা এখন র্যাব-পুলিশের হাতে : নোমান
জনগণ সব ক্ষমতার উৎস হলেও বর্তমানে সব ক্ষমতা র্যাব ও পুলিশের হাতে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক আলেোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
"বাক স্বাধীনতা, নাগরিক নিরাপত্তা ও গণতন্ত্র বাঁচাতে পেশাজীবী-রাজনীতিবিদ-সমাজকর্মীদের ভূমিকা" শীর্ষক আলােচনা সভাটির আয়োজন করে কমল একাডেমি।
নোমান বলেন, দেশে এই মুহূর্তে আইনের শাসনের অনুপস্থিতিতে ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও আইন-শৃঙ্খলা বাহিনী অরাজকতা সৃষ্টি করেছে। এই পরিস্থিতি থেকে উত্তরণ করতে হলে জনগণের জন্য একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নেই।
তিনি বলেন, সমগ্র জাতি এই সরকারকে ঘৃণা করে। কিন্তু গুম-হত্যার ভয়ে কেউ মুখে কিছু বলছে না।
বিএনপির এই নেতা বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে কর্ণেল তাহের ও ইনুরা স্বশস্ত্র বিপ্লবের মাধ্যমে আওয়ামী লীগকে হটিয়ে ক্ষমতা দখল করতে চেয়েছিল। আজ তারাই বড় আওয়ামী লীগার। শেখ হাসিনা একটি কথা বললে ইনু আগ বাড়িয়ে আরো দুটি কথা বলেন।
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে আবদুল্লাহ আল নোমান বলেন, তিনি সুপ্রিম লিডার নাকি পাঠক হিসেবে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন আমি সেই বিতর্কে যেতে চাই না। জাতির সেই ক্রান্তিলগ্নে তিনি যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন তাহলে মুক্তিযুদ্ধ ব্যর্থতায় পর্যবশিত হতো।
আয়োজক সংগঠনের চেয়ারম্যান মাইনুল আহসান মুন্নার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন বেপারী, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নারী নেত্রী রাশেদা বেগম হীরা, ব্যারিস্টার সরোয়ার হোসেন প্রমূখ।
এমএম/এসকেডি/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ খালেদা জিয়ার সঙ্গে তারেকের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সাক্ষাৎ
- ২ আওয়ামী লীগকে স্বাধীনতার পক্ষের শক্তি বলার যৌক্তিকতা নেই: মঈন খান
- ৩ দোসররা আওয়ামী লীগকে রক্ষার চেষ্টা চালাচ্ছে: জাতীয় নাগরিক কমিটি
- ৪ বাংলাদেশ পাকিস্তানও হবে না, আফগানিস্তানও হবে না: ডা. শফিকুর রহমান
- ৫ চট্টগ্রামকে ভারতের অংশ করার উসকানি, জামায়াতের নিন্দা