ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

জোটের কোনো শর্ত ছিল না যে মন্ত্রী করতে হবে : কাদের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০:৫৪ এএম, ০৮ জানুয়ারি ২০১৯

নবগঠিত মন্ত্রিসভায় ১৪ দলীয় জোটের শরিক কোনো নেতাকে না রাখার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘জোটের কোনো শর্ত ছিল না যে তাদের কাউকে মন্ত্রী করতে হবে।’

মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নবগঠিত মন্ত্রিসভার সদস্যরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভার সদস্যগণ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘জোটের মধ্যে কোনো টানাপোড়েন নেই। মন্ত্রিসভা রিসাফল হবে, রদবদল হবে। জোট করার অর্থ এই নয় যে, আমরা শর্ত দিয়েছি- মন্ত্রী করতেই হবে।’

তিনি বলেন, ‘১৪ দল আমাদের দুঃসময়ের শরিক। তারা অতীতে ছিলেন ভবিষ্যতে থাকবেন না সে কথা তো আমরা বলতে পারছি না। দায়িত্বের পরিবর্তন ঘটেছে রূপান্তর ঘটেছে, বাদ পড়েছে- এ কথা ঠিক না।’

ওবায়দুল কাদের বলেন, ‘দল এবং মন্ত্রীত্বের আলাদা আলাদা সত্তা আছে। আমি মনে করি না বাদের কোনো ব্যাপার আছে এখানে, বাদের কোনো ব্যাপার নেই, কাজের রূপান্তর হয়েছে মাত্র।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঠিক লোকই নির্বাচিত করেছেন। ঠিক মানুষকে ঠিক জায়গায় দায়িত্ব দিয়েছেন। জনস্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা সিদ্ধান্ত নেব এবং দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা কাজ করবো।’

তিনি বলেন, ‘আমরা আমাদের যেটা ফোকাস, আমরা জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত নেব, কাজ করবো, সেটাই অঙ্গীকার।’

এইউএ/এমবিআর/জেআইএম

আরও পড়ুন