ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

ফের সিএমএইচে এরশাদ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:০৮ পিএম, ০৫ জানুয়ারি ২০১৯

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ফের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন। শনিবার (৫ জানুয়ারি) দুপুরে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে হুসেইন মুহম্মদ এরশাদের এপিএস মনজুরুল ইসলাম জাগো নিউজকে বলেন, স্যার (এরশাদ) দুপুরে সিএমএইচে গিয়েছিলেন কিছু রক্ত পরীক্ষার জন্য। এ সময় ডাক্তার তাকে অবজারভেশনে থাকার অনুরোধ করেন। যে কারণে তিনি শনিবার রাতে হাসপাতাল থেকে রোববার বাসায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, স্যারের (এরশাদ) রোববার শপথ নেয়ার কথা রয়েছে। স্পিকার দুপুর ১২টায় সময় দিয়েছেন। আমরা স্যারসহ আগামীকাল ১২টার আগেই সংসদে যাব আশা করছি।

সাবেক এই রাষ্ট্রপতি অনেক দিন ধরেই নানা জটিলতায় ভুগছেন। গত নভেম্বর থেকে দিন দিন তার অবস্থার অবনতি হয়। সর্বশেষ ১০ ডিসেম্বর সিঙ্গাপুর যান চিকিৎসার জন্য। ফিরে আসেন ২৬ ডিসেম্বর। ফেরার পর প্রায়ই সিএমএইচে যেতে হচ্ছে নিয়মিত পরীক্ষার জন্য।

এমইউএইচ/এসএইচএস/জেআইএম

আরও পড়ুন