নিক্সন চৌধুরীর কাছে ধরা খেলেন কাজী জাফরুল্লাহ
ফরিদপুর-৪ (ভাঙ্গা, চরভদ্রাসন ও সদরপুর আংশিক) আসনে ফের আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহকে হারিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সন।
রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রাপ্ত ফলাফলে নিক্সন চৌধুরী ভোট পেয়েছেন এক লাখ ৪৩ হাজার ৭০৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী জাফরউল্লাহ পেয়েছেন ৯৫ হাজার ১৮৮ ভোট।
নিক্সন চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বলে সহকারী রিটার্নিং কর্মকর্তা মোক্তারুল আহমেদ নিশ্চিত করেছেন।
২০১৪ সালেও এই আসনে নিক্সন চৌধুরীর কাছে ধরাশয়ী হয়েছিলেন ক্ষমতাসীন দলটির এই প্রভাবশালী নেতা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ছেলে নিক্সন চৌধুরী। তার আরেক ভাই নুরে আলম চৌধুরী লিটনও পাশের জেলা মাদারীপুর থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
ফরিদপুর ৪ আসন থেকে তাকে নির্বাচিত করায় মুজিবুর রহমান চৌধুরী নিক্সন ওই আসনের জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
জেএইচ/আরআইপি