ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

হ্যাটট্রিক বিজয় জনগণকে উৎসর্গ করবে আ.লীগ

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৯:৫২ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পথে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ হ্যাটট্রিক জয় দেশের জনগণকে উৎসর্গ করবে দলটি।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান জাগো নিউজকে এ তথ্য জানান। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে রোববার সন্ধ্যায় আবদুর রহমান জানান, যারা নির্বাচিত হচ্ছেন এর পেছনের কারিগর হলো জনগণ। যেহেতু এ বিজয়ের পেছনে জনগণের বিশাল ভূমিকা রয়েছে সুতরাং এ বিজয় জনগণকে উৎসর্গ করা হবে।

রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলে টানা বিকেল ৪টা পর্যন্ত। এখন ফলাফল ঘোষণা চলছে। প্রাপ্ত ফলাফলে বেসরকারিভাবে নির্বাচিত এবং এগিয়ে থাকা আসনের ভিত্তিতে দেখা যাচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট বিশাল বিজয় অর্জন করতে যাচ্ছে।

২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট দুই তৃতীয়াংশ আসনে জয় লাভ করে সরকার গঠন করেন। এরপর ২০১৪ সালের ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রতিদ্বন্দ্বিতা না করায় একতরফা জয়লাভ করে আওয়ামী লীগ। এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট প্রতিদ্বন্দ্বিতা করলেও বিশাল জয়ের পথে মহাজোট।

এফএইচএস/এনডিএস/জেআইএম

আরও পড়ুন