নাটোরের ৪ আসনেই নৌকার জয়
নাটোরের চারটি সংসদীয় আসনেই নৌকা প্রতীকের জয় হয়েছে। নৌকা প্রতীকের ধারেকাছে নেই ধানের শীষ প্রতীক প্রার্থীর ভোটের সংখ্যা।
নাটোর-১
এ আসনে মোট ভোটার ৩,১১,৮৬৯। ১২৫টি কেন্দ্রের সবকটির প্রাপ্ত ফলাফলে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকে নির্বাচন করা শহিদুল ইসলাম বকুল। তার প্রাপ্ত ভোট ২,৪৪,৮১৪।
তার প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে নির্বাচন করে কামরুন নাহার পেয়েছেন ১৪,৮৭৯ ভোট।
নাটোর-২
এ আসনে মোট ভোটার ৩,৪৩,৯৬৬। মোট কেন্দ্র ১৫৬টি। সবকটি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে আওয়ামী লীগের শফিকুল ইসলাম শিমুল ৩,৬০,৫০৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাবিনা ইয়াসমিন পেয়েছেন ১৩,৪৫৯ ভোট।
নাটোর-৩
এ আসনে মোট ভোটার ২,৭৬,১৪৬। ১১৮টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে আওয়ামী লীগের জুনাইদ আহমেদ পলক ২,৩০,২৯৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির দাউদার মাহমুদ পেয়েছেন ৮,৫৯৩ ভোট।
নাটোর-৪
এ আসনে মোট ভোটার ৩,৭১,৭৫০। মোট কেন্দ্র ১৬৭টি। সবকটি কেন্দ্রের বেসরকারি ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ প্রার্থী আবদুল কুদ্দুস ২,৮৬,২৬৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (জাপা) আলা উদ্দিন মৃধা পেয়েছেন ৬,৯৭৯ ভোট।
এমএআর/পিআর