লালমনিরহাটে আ.লীগ ২ জাপা ১ আসনে জয়ী
লালমনিরহাটের তিনটি আসনে আওয়ামী লীগের দুই প্রার্থী বেসরকারিভাবে জয়ী হয়েছেন। লালমনিরহাট-৩ আসনে বিজয়ী হয়েছেন মহাজোটের শরিক জাতীয় পার্টির প্রার্থী জি এম কাদের।
লালমনিরহাট-১
এ আসনে মোট ভোটার ৩,১৮,০২৩। মোট কেন্দ্র : ১৩২। সবকটি কেন্দ্রের বেসরকারি ফলাফল অনুযায়ী আওয়ামী লীগের প্রার্থী মোতাহার হোসেন ২,৬৪,০৩১ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
তার প্রতিদ্বন্দ্বী বিএনপির হাসান রাজীব প্রধান পেয়েছেন ১২,০০৩ ভোট।
লালমনিরহাট-২
এ আসনে মোট ভোটার ৩,৪৬,২৮৪। মোট কেন্দ্র ১৪১। সব কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী আওয়ামী লীগের প্রার্থী নুরুজ্জামান আহমেদ ১,৯৯,৬৪৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী পেয়েছেন ৭৩,৫৩৩ ভোট।
লালমনিরহাট-৩
এ আসনে মোট ভোটার ২,৫১,৭৪৩। মোট কেন্দ্র ৮৯। প্রাপ্ত সব কেন্দ্রের ফলাফল অনুযায়ী মহাজোটের শরিক জাতীয় পার্টির প্রার্থী জি এম কাদের ১,১২,৬৬৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আসাদুল হাবিব দুলু পেয়েছেন ৭৮,১৩৩ ভোট।
এমএআর/জেআইএম