ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

বিকল্পধারার নেতা ওসমান গণির ইন্তেকাল

প্রকাশিত: ০২:১৮ পিএম, ২২ আগস্ট ২০১৫

বিকল্পধারা বাংলাদেশের কেন্দ্রীয় নেতা এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা মো: ওসমান গণি কিডনি ও হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাহি রাজিউন)। রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে ইন্তেকাল করেন তিনি।

ওসমান গণির বয়স হয়েছিল ৬০ বছর।তিনি স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন।

শনিবার বাদ জোহর যাত্রাবাড়ির আইডিয়াল স্কুলে নামাজে জানাযা শেষে তাকে জুরাইন কবরস্থানে দাফন করা হয়। নামাজে জানাযায় বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ও দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ওসমান গণির মৃত্যুতে সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।

একে/এমআরআই