ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

ভিকারুননিসায় ভোট দেবেন ড. কামাল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:০০ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৮

জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন রাজধানীর বেইলি রোডের ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ভোটকেন্দ্রে ভোট দেবেন বলে জানা গেছে। ঐক্যফ্রন্টের মিডিয়া উইংয়ের কর্মকর্তা লতিফুল বারী হামীম এই তথ্য নিশ্চিত করেছেন।

ঐক্যফ্রন্টের সমন্বয়ক ও গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু ঢাকা কলেজ কেন্দ্রে ভোট দেবেন বলেও জানান তিনি।

তিনি জানান, রোববার সকালে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন ড. কামাল হোসেন।

লতিফুল বারী আরো বলেন, সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর পর রাজধানীর বেইলি রোডের বাসা থেকে ভোটকেন্দ্রের উদ্দেশে বের হবেন ড. কামাল হোসেন।

অপরদিকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা সিটি কলেজ ভোট কেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন জাগো নিউজকে বলেন, প্রধানমন্ত্রী সকালে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে তার ভোট দেবেন।

প্রসঙ্গত রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা সারাদেশে একযোগে একাদশ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এআর/এসএইচএস/পিআর

আরও পড়ুন