এখনও জনসভার অনুমতি পায়নি ঐক্যফ্রন্ট
২৭ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার অনুমতি চেয়ে ডিএমপির কাছে অনুমতি চেয়েছিল জাতীয় ঐক্যফ্রন্ট। তবে সোমবার বিকেল পর্যন্ত সমাবেশের কোনো অনুমতি পায়নি তারা।
সোমবার বিকেলে পল্টনে জাতীয় ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জনসভার আর মাত্র দু'দিন বাকি অনুমতি না পেলে কী করবেন? এ বিষয়ে কিছু জানাননি মির্জা ফখরুল।
বর্তমান নির্বাচনী পরিবেশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার ও নির্বাচন কমিশন যৌথভাবে প্রহসনের নির্বাচন আয়োজন করেছে। এই নির্বাচন ক্রমশই প্রহসনের দিকে যাচ্ছে।
এর আগে গত শুক্রবার এক জরুরি সংবাদ সম্মেলন ডেকে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার ঘোষণা দেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন।
অনুমতি না পেলে কী করবেন সেদিন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, আমরা তাদের অবগত করব, এছাড়া জনসভা করা আমার সাংবিধানিক অধিকার। তাদের মন চাইলে তারা জনসভা বন্ধ করে দিক।
এআর/জেএইচ/এমকেএইচ