নির্বাচনের যেকোনো তথ্য জানাতে এইচ টি ইমামের আহ্বান
বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম নির্বাচন-সংক্রান্ত যেকোনো খবরা-খবর বা তথ্য পরিচালনা কমিটিকে জানানোর অনুরোধ জানিয়েছেন।
এ জন্য আওয়ামী লীগের মনিটরিং ও সমন্বয় বিভাগের ফোন ও ফ্যাক্স নম্বর দেয়া হয়েছে। শুধু দলীয় কর্মী নন, যেকোনো মানুষ মনিটরিং সেলকে তথ্য জানাতে পারবেন বলে জানান তিনি।
এইচ টি ইমাম বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত প্রার্থীদের নির্বাচনের সকল কার্যক্রম মনিটরিং ও সমন্বয় করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
এ লক্ষ্যে জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয় ধানমন্ডির নতুন ভবনে আটটি বিভাগের জন্য পৃথক টেলিফোন ও ফ্যাক্স নম্বর স্থাপন করা হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত প্রার্থী এবং সকল জেলা, মহানগর, উপজেলা আওয়ামী লীগ ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সকল নেতাকে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষার জন্য অনুনোধ জানানো হয়েছে।
মনিটরিং ও সমন্বয় বিভাগের ফোন ও ফ্যাক্স নম্বর
ঢাকা বিভাগ ০২-৪৪৬১১৯০৩
সিলেট বিভাগ ০২-৪৪৬১১৯০৪
খুলনা বিভাগ ০২-৪৪৬১১৯০৫
বরিশাল বিভাগ ০২-৪৪৬১১৯০৬
চট্টগ্রামবিভাগ ০২-৪৪৬১১৯০৭
ময়মনসিংহবিভাগ ০২-৪৪৬১১৯০৮
রাজশাহীবিভাগ ০২-৪৪৬১১৯০৯
রংপুর বিভাগ ০২-৪৪৬১১৯১০
মনিটরিং সেল ফ্যাক্স- ০২-৪৪৬১১৯১১
দলীয় কার্যালয় ০২-৯৬৭৭৮৮১।
অাওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এফএইচএস/বিএ/আরআইপি