কামরাঙ্গীরচরের জনসভায় যুবলীগের ব্যাপক শোডাউনের প্রস্তুতি
রাজধানীর কামরাঙ্গীরচরে সোমবার (২৪ ডিসেম্বর) আওয়ামী লীগের নির্বাচনী জনসভা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজধানীতে এটাই শেষ নির্বাচনী জনসভায়। বেলা ১১টায় এ জনসভায় প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভাকে জনসমুদ্রে রূপ দিতে ব্যাপক প্রস্ততি নিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ।
সংগঠনের ৭৫টি ওয়ার্ড থেকে মোট ৩৫ হাজার যুবক জনসভায় অংশ নেবে। লাল-সবুজের গেঞ্জি ও ক্যাপ পরে যুবকদের উপস্থিতিতে জনসভায় ভিন্নতা আনার ব্যাপক প্রস্তুতি নিয়েছে সংগঠনটি।
এ জন্য রোববার (২৩ ডিসেম্বর) কাকরাইলে ঢাকা মহানগর দক্ষিণের বিশেষ বর্ধিত সভার মাধ্যমে ৭৫টি ওয়ার্ডকে নির্দেশ দেন সংগঠনের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট।
তিনি বলেন, সোমবার কামরাঙ্গীরচরে আওয়ামী লীগের সর্বশেষ নির্বাচনী জনসভাকে জনসমুদ্রে রূপ দিতে হবে। লাল-সবুজের গেঞ্জি ও ক্যাপ পরিহিত যুবকদের উপস্থিতিই প্রমাণ করবে ৩০ ডিসেম্বর ভোটের মাধ্যমে রাষ্ট্র নায়ক শেখ হাসিনা টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন।
তিনি বলেন, ডিসেম্বর বিজয়ের মাস। এ মাসের ৩০ ডিসেম্বর নৌকার প্রার্থীদের ভোট দিয়ে আরেকটি বিজয় ছিনিয়ে আনতে হবে। এ সময় প্রত্যেক ওয়ার্ড থেকে কমপক্ষে ৫০০ জনের মিছিল নিয়ে সাড়ে ১০টার মধ্যে সবাইকে কামরাঙ্গীরচরে উপস্থিত থাকার নির্দেশ দেন তিনি।
বর্ধিত সভায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সহ সভাপতি সোহরাব হোসেন স্বপন, সরোয়ার হোসেন মনা, নাজমুল হোসেন টুটুল, মহসিন মাহমুদ, এনামুল হক আরমান, আলী আকবর বাবুল, যুগ্ম সম্পাদক জাফর আহমেদ রানা, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বকুল, মোহাম্মদ মাকসুদুর রহমান, সম্পাদক মণ্ডলীর সদস্য আরমান হক বাবু, এমদাদুল হক, সৈয়দ মার্শিদ শুভ, মোকতার হোসেন, আবুল কাশেম খাঁ, খন্দকার আরিফুজ্জামান, আলতাফ হোসেনসহ মহানগর ও ওয়ার্ড যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদকরা।
এফএইচএস/এএইচ/জেআইএম