ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

জয়ী হলে বিশ্ববিদ্যালয়-হাসপাতাল-মাঠ-পার্ক করে দেব : নবী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:২৮ পিএম, ২১ ডিসেম্বর ২০১৮

নির্বাচনে জয়ী হলে ঢাকা-৫ আসনে বিশ্ববিদ্যালয়, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, খেলার মাঠ, শিশুপার্ক স্থাপন করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন এই আসনের জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী নবী উল্লাহ নবী।

শুক্রবার সকালে ঢাকা-৫ আসনের সাদ্দাম মার্কেট এলাকায় গণসংযোগ চালানোর সময় ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী নবী উল্লাহ সাংবাদিকদের এই প্রতিশ্রুতির কথা জানান।

ভোটারদের কী প্রতিশ্রুতি দিচ্ছেন-জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, ‘সত্যিকার অর্থে স্বাধীনতার পর ঢাকার প্রবেশদ্বার ঢাকা-৫ আসনের উন্নয়ন বলতে কিছু হয়নি। এখানে কোনো বিশ্ববিদ্যালয় নেই, কোনো গার্লস কলেজ নেই, কোনো সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান নেই, হাসপাতাল নেই, খেলাধুলার মাঠ নেই, শিশুপার্ক নেই।’

তিনি বলেন, ‘আসনের ডিএনডি বাঁধের ভেতরে প্রায় ৮ লাখ লোক বসবাস করে। অল্প বৃষ্টি হলেও এখানে স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়। এটা আজ পর্যন্ত কোনো এমপি নিরসন করেনি। এই সরকারের সময়ে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি ঢাকা-৫ আসনে।’

‘আমি যদি নির্বাচিত হই তবে এই অভাবগুলো আমি পূরণ করব’-বলেন বিএনপির প্রার্থী নবী উল্লাহ নবী।

তিনি বলেন, ‘আমি জয়ের বিষয়ে শতভাগ নিশ্চিত, কারণ এটা আমাদের ভোট ব্যাংক। আমি যদি বাসায় ঘুমিয়ে থাকি তাহলেও ভোটাররা ভোট দিয়ে যাবে।’

প্রচারণা কার্যক্রমের বিষয়ে নবী উল্লাহ বলেন, ‘প্রতিদিনই গণসংযোগ-প্রচারণা চালাচ্ছি কিন্তু যেখানে প্রচারণা চালাচ্ছি সেখানে আগের রাতে অঘোষিত কারফিউ দিয়ে পুলিশ আমার নেতাকর্মীদের ধরে নিয়ে যাচ্ছে। এর উদ্দেশ্য হলো গণসংযোগের সময় যাতে লোক কম হয়। আমি যাতে মাঠ ছেড়ে দেই-এটা হচ্ছে তাদের পরিকল্পনা।’

Nobi-2.jpg

‘আমি তো আগেই বলেছি আমার পেছনে পাঁচজন কর্মী থাকলেও মাঠ ছাড়ব না। আমাদের ভিত্তি অত্যন্ত মজবুত এবং শক্তিশালী। আমার ৫০ হাজার কর্মী আছে, এর মধ্যে ৫ হাজার কর্মীও যদি গ্রেফতার করে তাহলে আমার কমতি হবে না ইনশাআল্লাহ। আমরা মাঠেই থাকব।’

ভোটরদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন-জানতে চাইলে বলেন, ‘সারা তো পাচ্ছি ব্যাপক। ঢাকা-৫ আসন বিএনপির একটি ঘাঁটি। মানুষ ভোট দেয়ার জন্য প্রস্তুত আছে। তারা পরিকল্পনা করছে ভোটার যাতে না আসতে পারে। সুষ্ঠু নির্বাচন হলে তারা পরাজয় বরণ করবেন। এজন্য তারা ভোটারবিহীন নির্বাচন করতে চাচ্ছেন। ভোটারবিহীন নির্বাচন করার আগের মতো কোনো সুযোগ নেই।’

তিনি বলেন, ‘ঢাকা-৫ আসনের ভোটাররা বাধা-বিপত্তি পেরিয়ে ভোটের বাক্সে ভোট দেবে এবং আমি জয়যুক্ত হবো ইনশাআল্লাহ।’

নবী উল্লাহ নবী নেতাকর্মীদের নিয়ে তুষারধারাসহ আশপাশের এলাকায় লিফলেট বিতরণ, ভোটারদের কাছে ভোট ও দোয়া চাওয়ার মাধ্যমে গণসংযোগ চালান।

যাত্রাবাড়ী, ডেমরা ও কদমতলী থানার আংশিক নিয়ে ঢাকা-৫ আসন। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৭২৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩১ হাজার ৫৯২ এবং নারী ভোটার ২ লাখ ১৯ হাজার ১৩৩ জন।

আগামী ৩০ ডিসেম্বর দেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা, তার প্রতীক ‘নৌকা’। ‘লাঙল’ প্রতীক নিয়ে নির্বাচন করছেন জাতীয় পার্টির মীর আবদুস সবুর আসুদ।

আরএমএম/এসআর/এমএস

আরও পড়ুন