নির্বাচনের নামে প্রহসন হচ্ছে : ড. কামাল
জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ও বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন বলেছেন, দেশে নির্বাচনের নামে প্রহসন হচ্ছে। ‘সরকার পুলিশকে মানুষের ওপর লেলিয়ে দিয়েছে’- এমন অভিযোগ করে তিনি বলেন, ‘পুলিশকে ব্যবহার করে যেভাবে হয়রানি, গ্রেফতার করা হচ্ছে তা সংবিধান পরিপন্থী।’
‘তফসিল ঘোষণার পরও পুলিশ যেভাবে গ্রেফতার চালাচ্ছে সেটি লজ্জাকর’ বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন >> আপনারা ৩০০ সিট চান, বলেন দিয়ে দেই : ড. কামাল
বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ সফিউর রহমান মিলনায়তনে (বার অ্যাসোসিয়েশন) মিলনায়তনে আয়োজিত ‘মানবাধিকার, সুশাসন ও ভোটাধিকার’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. কামাল এসব কথা বলেন।
৭০তম বিশ্ব মানবাধিকার দিবস ও বিজয়ের ৪৭তম বার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করে বাংলাদেশ মানবাধিকার ফেডারেশন (বিএইচআরএফ)।
ড. কামাল হোসেন করেন, ‘পুলিশ রাস্তায় রাস্তায় হয়রানি করছে। বিনা কারণে গ্রেফতার করছে। কোনো নির্বাচনের আগে এমন অবস্থা দেখিনি। সরকারকে বলবো, পুলিশকে এসব কাজ থেকে বিরত থাকতে বলেন।’
‘এমন অপশাসন আগে দেখিনি’- মন্তব্য করে তিনি আরও বলেন, ‘এটিকে কেউ সুশাসন বললে বলবো, মিথ্যা বলছেন। কেউ যদি বলেন, দেশে সুশাসন আছে তাহলে বলবো, আপনি মিথ্যুক।’
সরকারের উদ্দেশে ঐক্যফ্রন্টের এই শীর্ষনেতা বলেন, ‘দেশে মানবাধিকার লঙ্ঘন হতে থাকলে, পুলিশকে অপব্যবহার করতে থাকলে আপনাদেরও শাস্তি হবে- এটি মনে রাখবেন। আইনের শাসনের অনুপস্থিতি, মানবাধিকার লঙ্ঘন, বিচার বিভাগের স্বাধীনতা অমান্য করে দেশ চলতে পারে না।’
স্বাধীনতার ৪৭ বছর পরও মানবাধিকার লঙ্ঘন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর নিয়ে বর্তমান পরিস্থিতি দেখতে হওয়ায় দুঃখ প্রকাশ করেন ড. কামাল।
আগামী পাঁচ বছরের জন্য রাষ্ট্র চালানোর সুযোগ দিতে জনগণের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে ড. কামাল হোসেন বলেন, ‘অসম্পূর্ণ কাজ শেষ করতে আরও পাঁচ বছর ক্ষমতায় থাকতে চান। পাঁচ বছর পর আবার বলবেন, আরও কিছু কাজ অসমাপ্ত আছে, আবার ক্ষমতায় আনলে করে দেব। এভাবে চলতে পারে না।’
বিএইচআরএফের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের চেয়ারম্যান ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও গোলাম রহমানপ্রমুখ।
এফএইচ/এমএআর/এমএস