ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

কামাল মজুমদারের নির্বাচনী ক্যাম্পে হামলার ঘটনায় গ্রেফতার ১০

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৩০ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৮

রাজধানীর মিরপুরে আওয়ামী লীগের নির্বাচনী প্রচার ক্যাম্পে হামলা এবং বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের ঘটনায় ১০ জনকে গ্রেফতার করে থানায় নিয়েছে মিরপুর থানা পুলিশ।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির জাগো নিউজকে গ্রেফতার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাদের কারও নাম বা রাজনৈতিক পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

এর আগে মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা-১৫ আসনে আওয়ামী লীগ প্রার্থী কামাল মজুমদারের মিরপুরের ৬০ ফুট সড়ক সংলগ্ন মোল্লাপাড়ার নির্বাচনী প্রচার কেন্দ্রে হামলা, বিস্ফোরণ, গুলি ও ভাঙচুরের অভিযোগ করা হয়। এ সময়ে কয়েকটি গুলি ও ককটেলের বিস্ফোরণ ঘটে। ওই হামলায় ওয়ার্ড শ্রমিকলীগ নেতা হারুন উর রশিদ আহত হয়েছেন। তিনি বর্তমানে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন।

আওয়ামী লীগের নেতাকর্মীরা দাবি, জামায়াতের কর্মীরা এই হামলা করেছেন।

এ বিষয়ে ওসি দাদন ফকির বলেন, হামলার ঘটনায় একটি নাশকতার মামলা হয়েছে। মামলার বাদী হারুন নামের একজন আহত শ্রমিক নেতা। ১০ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রসঙ্গত, কামাল আহমেদ মজুমদারের বিরুদ্ধে এই আসনে লড়ছেন ২০ দলের মনোনীত প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান।

এআর/এমবিআর/আরআইপি

আরও পড়ুন