ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

ঐক্যফ্রন্টের বিজয় র‌্যালি

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১২:৩৯ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৮

ভোটের হাওয়ায় সরগরম দেশ। প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচনী মাঠে নেমে প্রচার-প্রচারণায় নিয়মিত বাধা পাওয়ার অভিযোগ করে আসছে বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা। এরইমধ্যে রোববার পূর্বঘোষণা অনুযায়ী ৪৮তম বিজয় দিবস উপলক্ষে বিজয় র‌্যালি বের করেছে ঐক্যফ্রন্ট।

রোববার দুপুর পৌনে ১২টায় নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি বের হয়। এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয় র‌্যালির উদ্বোধন করেন।

নয়পল্টন থেকে শুরু হয়ে র‌্যালিটি শান্তিনগর মোড় ঘুরে আবার নয়াপল্টনে এসে শেষ হয়।

বিজয় র‌্যালি হলেও এই শোভাযাত্রা নির্বাচনী প্রচারে রূপ নেয়। র‌্যালিতে জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনী প্রতীক ধানের শীষ শোভা পায় উপস্থিত নেতাদের হাতে হাতে। আর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান উচ্চারিত হয়।

র‌্যালি থেকে স্লোগান দেয়া হয়, ‘মুক্তি মুক্তি মুক্তি চাই’, ‘খালেদা জিয়ার মুক্তি চাই’, ‘আমার নেত্রী আমার মা, জেলে থাকতে দেব না’, ‘৩০ ডিসেম্বরের মার্কা কী?- ধানের শীষ’, ‘১৬ ডিসেম্বরের মার্কা কী?-ধানের শীষ’, ‘সারাদেশের মার্কা কী?-ধানের শীষ’, ‘স্বাধীনতার ঘোষক জিয়া লও লও লও সালাম’ ইত্যাদি।

পূর্ব নির্ধারিত সময়ের ঘণ্টা খানেক পর শুরু হওয়া র‌্যালিতে সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।

একটা খোলা পিকআপ ভ্যানে চড়ে বিএনপর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণফোরামের সুব্রত বড়ুয়া, ঢাকা-১৩ আসনে ধানের শীষের প্রার্থী আব্দুস সালাম। বিএনপির নেতাদের পাশাপাশি সুব্রত চৌধুরী, মাহমুদুর রহমান মান্নার হাতেও ছিল ধানের শীষ।

পেছনে আরেকটি খোলা ট্রাকে ঢাকা-৯ আসনে ধানের শীষের প্রার্থী মহিলা দল সভানেত্রী আফরোজা আব্বাস র‌্যালিতে অংশ নেন। পুরো র‌্যালিতে দুই হাতে ধান গাছের ছড়া প্রদর্শন করেন আফরোজা আব্বাস।

র‌্যালির সামনের ভাগে ছিলেন মহিলা দলের নেতাকর্মীরা।ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারাও এতে অংশ নেন।

ঐক্যফ্রন্ট নেতা সুব্রত চৌধুরী ,মাহমুদুর রহমান মান্না ছাড়াও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

কেএইচ/এনএফ/জেআইএম

আরও পড়ুন