ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

বিএনপির নির্বাচনী প্রচারণায় ভাটা : কাদের

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০২:৪৫ পিএম, ১২ ডিসেম্বর ২০১৮

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নির্বাচনী মিছিল ও প্রচার-প্রচারণায় গণজোয়ার নয়, গণভাটা চলছে। তাদের ভাঙা হাড় আর জোড়া লাগবে না। তিনি বলেন, ১০ বছরে যে নদীতে ঢেউ ওঠেনি সে নদীতে আর ঢেউ উঠবে না।

বুধবার ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে ‘নৌকায় ভোট চাই’ শীর্ষক প্রচার সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম। স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। অনুষ্ঠানে বিভিন্ন মিডিয়ার শিল্পী, কলাকুশলী, নাট্যকর্মী, ছোট ও বড় পর্দার শিল্পীরা উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের অভিযোগ করে বলেন, ‘মনোনয়নকে কেন্দ্র করে বিএনপির নেতারা বিভিন্ন জনের কাছ থেকে টাকা নিয়েছে। এ কারণে তাদের মিটিং-মিছিলে হামলা হচ্ছে, বিএনপি অফিসে তালা লাগছে। বিএনপির বিক্ষুব্ধ কর্মীরাই তাদের অফিস ভাংচুর করছে এবং নেতাদের গাড়িতে হামলা করছে।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০১৮ উপলক্ষে আওয়ামী লীগের প্রচার সভা দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কয়েকটি সিডি উদ্বোধন করেন। আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা উপ-কমিটির উদ্যোগ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

AL-2

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সাংস্কৃতিক কর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে সেখান থেকে প্রচারণা শুরু করবেন নৌকার পক্ষে। তাদের সঙ্গে কবি, সাহিত্যিক, শিল্পী ও বুদ্ধজীবীরাও নৌকার পক্ষে ভোট প্রচারণায় নামবেন।

সেতুমন্ত্রী বলেন, ‘আগামীকাল থেকে সাংস্কৃতিক কর্মী, বুদ্ধিজীবীদের প্রচার অনুষ্ঠান গানে গানে চলবে। তারা গানের মাধ্যমে বিভিন্ন অডিও এবং ভিডিও প্রদর্শন করে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করবেন।’

ওবায়দুল কাদের বলেন, ‘ফেনী থেকে নোয়াখালীর বিভিন্ন পথে জনসভা করেছি কিন্তু কোথাও কোনো ধানের শীষে মিছিল দেখতে পায়নি। উনারা (বিএনপি) কেন নামছেন না সেটাও বোধগম্য নয়।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা ৩০টি আসন ১০টি আসন বা ৫০টি আসন-কোনোটিই উচ্চারণ করব না। আমরা বিশ্বাস করি দেশের জনগণের ওপর। দেশের প্রতিটি জনগণ আপনাদের এসব কথার জবাব দেবে ৩০ ডিসেম্বর সারাদিন নৌকা প্রতীকে ভোট দিয়ে। নৌকার যে জোয়ার উঠেছে এই জোয়ারে ধানের শীষ ভেসে যাবে।’

এ সময় কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের এ লড়াই বাঁচার লড়াই। সুতরাং এ লড়াইয়ে আমাদের জিততে হবে।’

এফএইচএস/এসআর/পিআর

আরও পড়ুন