ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

বুধবার নির্বাচনী প্রচারে নামছেন শেখ হাসিনা

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৫:৫১ পিএম, ১০ ডিসেম্বর ২০১৮

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ সংসদীয় আসন গোপালগঞ্জ-৩ (টুঙ্গীপাড়া ও কোটালীপাড়া) থেকে বুধবার নির্বাচনী প্রচার শুরু করতে যাচ্ছেন।

আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আগামী ১২ ডিসেম্বর (বুধবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে টুঙ্গীপাড়ার উদ্দেশে সড়কপথে যাত্রা করবেন। সেখানে পৌঁছে প্রথমে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করবেন। এরপর টুঙ্গীপাড়ায় একটি জনসভায় বক্তৃতা করবেন। দুপুরে কোটালীপাড়ায় আরেক জনসভায় বক্তৃতা দেয়ার মধ্যে দিয়েই নির্বাচনী প্রচার শুরু করবেন।’

এদিকে কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বুধবারের জনসভার নিরাপত্তা নিশ্চিতে সোমবার উপজেলা পরিষদে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভার নিরাপত্তা নিশ্চিতে সোমবার উপজেলা পরিষদে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকারের কাছে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ কাজী নিশাত রসুল স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় শেখ হাসিনার কর্মসূচির কথা জানানো হয়েছে।

বার্তায় জানানো হয়, বুধবার সকাল ৮টায় প্রধানমন্ত্রী গণভবন থেকে সড়ক পথে রওনা হয়ে বেলা ১২টায় টুঙ্গীপাড়ায় পৌঁছাবেন। ১২টা ৩০ মিনিটে তিনি জাতির জনকের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহাপাঠ ও মোনাজাতে অংশ নেবেন।

দুপুর আড়াইটায় শেখ হাসিনা নিজ নির্বাচনী এলাকা কোটালীপাড়া সদরের শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। ওইদিন টুঙ্গীপাড়ায় নিজ বাড়িতে রাত্রিযাপন করে বৃহস্পতিবার সকাল ১০টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন শেখ হাসিনা।

এফএইচএস/এনডিএস/আরআইপি

আরও পড়ুন