ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

কাস্তে প্রতীকে লড়বেন ৭৪ প্রার্থী

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০:৪০ এএম, ০৯ ডিসেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭৪ প্রার্থীর নাম চূড়ান্ত করে ঘোষণা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। শনিবার (৮ ডিসেম্বর) ঢাকার পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনে এক সংবাদ সম্মেলনে দলের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, এবারের নির্বাচনে সিপিবি থেকে নবম জাতীয় সংসদ নির্বাচনে চেয়ে দ্বিগুণের বেশি প্রার্থী অংশ নিচ্ছে। সিপিবির ৭১ এবং বাম গণতান্ত্রিক জোটের হয়ে ইউনাইটেড কমিউনিস্ট লীগের একজন, গণমুক্তি ইউনিয়নের একজন এবং শ্রমজীবী সংঘের একজনসহ মোট ৭৪ জন কাস্তে মার্কায় নির্বাচনে অংশ নেবেন।

এ সময় সিপিবির সহকারী সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন, কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স, সভাপতিমণ্ডলীর সদস্য লক্ষ্মী চক্রবর্তী, আব্দুল্লাহ ক্বাফী রতন ও অনিরুদ্ধ দাস অঞ্জন উপস্থিত ছিলেন।

চূড়ান্ত প্রার্থীদের নাম দেখতে এখানে ক্লিক করুন

এসআর/পিআর

আরও পড়ুন