ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

সিএসএফের বেষ্টনীতে পায়ে হেঁটে গুলশান ছাড়লেন ফখরুল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:০২ এএম, ০৯ ডিসেম্বর ২০১৮

মনোনয়ন বঞ্চিতদের মনোনয়ন দিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অবরুদ্ধ করে দলীয় সমর্থকরা।

শনিবার (৮ ডিসেম্বর) রাত আড়াইটায় মির্জা ফখরুল গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে বের হওয়ার সময় তার গাড়ি অবরুদ্ধ করা হয়। দীর্ঘ ৩০ মিনিট চেষ্টা করেও তিনি কার্যালয় থেকে বের হতে পারেননি। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় রাত ৩টার দিকে খালেদা জিয়ার নিরাপত্তাকর্মীরা সিএসএফ (চেয়ারপার্সনস সিকিউরিটি ফোর্স) একটি মানববেষ্টনী তৈরি করে তাকে ঘিরে গুলশান-২ নম্বর চত্বরের দিকে নিয়ে যান। সে সময় মির্জা ফখরুলের ব্যক্তিগত গাড়িটি কার্যালয় থেকে খালি বেরিয়ে মূল সড়ক থেকে ফখরুলকে তুলে নিয়ে যায়।

এর আগে সন্ধ্যা থেকে দেশের বিভিন্ন আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের কর্মী সমর্থকরা আন্দোলন করে। মধ্যরাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গেট ভেঙে তারা কার্যালয়ের ভেতর প্রবেশের চেষ্টা করে। গেটের অপর পাশ থেকে সিএসএফের কর্মকর্তারা প্রতিরোধ গড়ে তোলে।

বিক্ষোভ থামাতে কার্যালয়ের ভেতর থেকে মাইকে বার বার অনুরোধ জানানো হয়। কিন্তু মহাসচিবের আহ্বানে সাড়া না দিয়ে কার্যালয়ের ভেতরে ইট-পাটকেল নিক্ষেপ করে। ইটের আঘাতে কার্যালয়ের বেলকনির থাইগ্লাস ভেঙে যায়।

এআর/এএইচ/এমএমজেড

আরও পড়ুন