ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

সিইসিকে ‘প্রেসক্রিপশন’ দিয়ে চলে গেলেন সেই প্রার্থী ভাগনে

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৫৩ পিএম, ০৩ ডিসেম্বর ২০১৮

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার ভাগনে ও পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এসএম শাহজাদা ইসিতে এসেছিলেন।

ব্যক্তিগত কারণে এসেছিলেন দাবি করে তিনি জানান, প্রধান নির্বাচন কমিশনার মহোদয়ের মা অসুস্থ। তার ওষুধ কেনার জন্য প্রেসক্রিপশন নিয়ে এসেছি। কারণ এলাকায় এ ওষুধ পাওয়া যায় না। প্রেসক্রিপশন দিয়েই চলে এসেছি। আর কোনো কাজ ছিল না।

রাজধানীর আগারগাঁওয়ে সোমবার সন্ধ্যায় সিইসির দফতরে তার সঙ্গে দেখা করে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন এসএম শাহজাদা। তিনি বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন যেন সুষ্ঠু হয়- এটাই চাই।’

আপনি পটুয়াখালী থেকে নির্বাচন করছেন তাহলে কী কারণে ইসিতে? এমন প্রশ্নে তিনি বলেন, ‘একেবারে ব্যক্তিগত কাজে এসেছি।’

আপনি একজন বৈধ প্রার্থী তাহলে ইসিতে কেন আসলেন- জবাবে তিনি বলেন, ‘আমি আজই ঢাকায় এসেছি। বাড়ি থেকে প্রেসক্রিপশন নিয়ে এসেছি সেটা কীভাবে দেব এখানে না আসলে?’

আপনি আগেও এখানে এসেছিলেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেটাতো অনেক আগে। সেটা তো এখন না; তফসিলের আগে।’

আপনি কি সিইসি মহোদয়ের কাছে কোনো সহযোগিতা চেয়েছেন? জানতে চাইলে তিনি বলেন, ‘প্রশ্নই ওঠে না। এটা যেভাবে আছে সেই নিয়মেই চলবে। এতে আমার সহযোগিতা চাওয়ার কী আছে।’

আপনি সিইসির ভাগনে এক্ষেত্রে তিনি কী বিব্রত হয়েছেন, আপনার প্রার্থী হওয়ার ব্যাপারে তার কোনো সম্মতি ছিল কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, এ বিষয়ে তার সঙ্গে কোনো কথা হয়নি। নির্বাচন আমার ব্যক্তিগত ব্যাপার। উনি কি করছেন, আমি কোথায় কি করছি- এটাতো খোঁজ রাখার ব্যাপার নয়। আমি তো তার পরিবারের অংশ না। আমি আত্মীয়, কিন্তু তার পরিবারের অংশ না।’

নির্বাচনে আসা নিয়ে সিইসির পক্ষ থেকে কোনো বাধা ছিল কি না- জানতে চাইলে তিনি বলেন, ‘বাধা দেয়ার কোনো প্রশ্নই আসে না।’

জয়ের ব্যাপারে কতখানি আশাবাদী? জানতে চাইলে তিনি বলেন, ‘আমি যা আশা করেছিলাম তার থেকে অনেক সুন্দর। শতভাগ আশাবাদী জয়ের ব্যাপারে। পরিবর্তন মানুষের মনের ভেতরে আছে, তারা পরিবর্তন চায় সেটা আমি সিইসির ভাগনে বলে না। মানুষের চাওয়া ছিল। নির্বাচন যেন সুষ্ঠু হয়। সম্পূর্ণ গণতান্ত্রিকভাবে দেশটা পরিচালিত হয়।’

এইচএস/এনডিএস/এমএস

আরও পড়ুন