ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

ছক করে নির্বাচন : সেই আ.লীগ নেতার বিরুদ্ধে বিএনপির স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৬:৪৭ পিএম, ০৩ ডিসেম্বর ২০১৮

ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনীর ভিডিও ভাইরালের ঘটনায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে নগর বিএনপি।

সোমবার (৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু সুফিয়ানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিভাগীয় কমিশনারের সঙ্গে দেখা করে স্মারকলিপিতে এ দাবি জানান। এ সময় তারা বিভাগীয় কমিশনারকে বক্তব্যটির অডিও-ভিডিও ক্লিপ প্রদান করেন।

আরও পড়ুন- ছক করে নির্বাচন করছি, আওয়ামী লীগ নেতার বক্তব্য ভাইরাল

প্রসঙ্গত, গত (১ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার মহীবুল হাসান চৌধুরী নওফেলের পক্ষে একটি কর্মিসভার আয়োজন করা হয়। যেখানে প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী বলেন, ‘পার্লামেন্ট ভাঙে নাই, প্রধানমন্ত্রী ক্ষমতায় আছেন।... ২০১৪ সালের নির্বাচন এবারও হবে। কিন্তু আমরা (সরকার) ছক করে নির্বাচন করছি।’

আওয়ামী লীগ না চাইলে চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসনে বিএনপি দলীয় প্রার্থী শাহাদত হোসেনসহ দলটির নেতাদের নির্বাচনের আগে মুক্তি দেয়া হবে না জানিয়ে তিনি বলেন, ‘যিনি নির্বাচন করছেন উনি জেলে। যদি মহানগর আওয়ামী লীগ বলে আসে, তাকে বের করার জন্য তাহলে তিনি বের হবেন, না হলে হবে না। আজকের তথ্য বলছি, যদি মহানগর আওয়ামী লীগের প্রেসিডেন্ট-সেক্রেটারি বলে, ওদেরকে ছাড়বেন, না হলে ছাড়বেন না। জেলে থাক। ওখান থেকে নির্বাচন করবে..., যারা বলে ধানের শীষ... , একজনও ঘরে থাকার সুযোগ পাবে না আগামী ৯ তারিখের পর।’

jagonews

বক্তব্যটি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধম্যে ভাইরাল হলে বিএনপি মৌখিকভাবে জেলা রির্টানিং কর্মকর্তাকে জানায়। এরপর আজ ভিডিওসহ লিখিতভাবে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে স্মারকলিপি দেয়া হয়েছে।

এ প্রসঙ্গে বিভাগীয় কমিশনার ও রির্টানিং কর্মকর্তা আব্দুল মান্নান সাংবাদিকদের বলেন, ‘আমরা স্মারকলিপিটি পেয়েছি। এখনও পড়ে দেখিনি। তবে তিনি (চৌধুরী হাসান মাহমুদ হাসনী) যে বক্তব্য দিয়েছেন এটি তিনি করতে পারেন না। আমরা বিষয়টি সর্বোচ্চ কর্তৃপক্ষকে অভিহিত করব।’

এদিকে বিএনপির জেলা ভারপ্রাপ্ত সভাপতি আবু সুফিয়ান জাগো নিউজকে বলেন, ‘আমরা বক্তব্যটির বিষয়ে আইনি প্রদক্ষেপ চেয়ে স্মারকলিপি দিয়েছি। আশা করি, নির্বাচন কমিশন বিষয়টি নজরে নেবে।’

আবু আজাদ/জেডএ/আরআইপি

আরও পড়ুন