ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

মনোনয়নপত্র বাতিল নিয়ে যা বললেন রেজা কিবরিয়া

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:০৮ পিএম, ০২ ডিসেম্বর ২০১৮

ঋণ খেলাপির অভিযোগে হবিগঞ্জ-১ আসনে গণফোরাম মনোনীত প্রার্থী সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সিটি ব্যাংকের ক্রেডিট কার্ড বিভাগ থেকে ঋণ খেলাপি হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয় বলে রিটার্নিং কর্মকর্তা জানান।

রোববার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ক্রেডিট কার্ডের সাড়ে পাঁচ হাজার টাকার বকেয়া বিল অপরিশোধিত থাকার কারণে রেজা কিবরিয়ার মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করেন।

ওই ঘোষণার পর ফেসবুক পেইজে একটি বিবৃতি প্রকাশ করেন রেজা। নিচে তা হুবহু তুলে ধরা হলো–

‘আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ২৩৯ হবিগঞ্জ-১ এ গণফোরাম মনোনীত প্রার্থী হিসেবে আমি আমার মনোনয়নপত্র জমা দেই। অদ্য ২ ডিসেম্বর ২০১৮ তারিখে হবিগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র যাচাই-বাছাইকালীন আমার সিটি ব্যাংক ইস্যুকৃত একটি ক্রেডিট কার্ডের প্রায় সাড়ে পাঁচ হাজার (৫,৫০০) টাকা বকেয়া বিল পরিশোধ না করার অজুহাতে আমার মনোনয়নপত্র বাতিল করে দেন।’

‘উল্লেখ্য, আমি দীর্ঘদিন দেশের বাইরে কর্মরত ছিলাম বিধায় বিলটি যথাসময়ে পরিশোধ করা হয়নি। ইতোমধ্যে বকেয়া বিলটি পরিশোধ করা হয়েছে। আমরা রিটার্নিং কর্মকর্তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নিয়েছি। আপনারা ধৈর্য ধরে পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ থেকে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়েছে। সব হিসাব-নিকাশ শেষে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বরে।

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ফেনী-১ এবং বগুড়া-৬ ও ৭ আসনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

ঋণ খেলাপির অভিযোগে হবিগঞ্জ-১ আসন থেকে ড. রেজা কিবরিয়ার মনোনয়নপত্র বাতিলসহ এ আসন থেকে আরও ৫ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। তারা হলেন- স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী আব্দুল হান্নান, ইসলামী ফ্রন্টের জুবায়ের আহমেদ, ইসলামিক ফ্রন্টের বদরপুর রেজা সেলিম ও ইসলামী আন্দোলনের আবু হানিফ আহমদ হোসেন।

এছাড়া হলফনামায় স্বাক্ষর না থাকায় পটুয়াখালী-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মাওলা রনি, আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলম, রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি) আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আসাদুজ্জামান বাবলু, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে বিএনপির প্রার্থী ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক, কুড়িগ্রাম-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী ইমরান এইচ সরকারের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।

এমএআর/জেআইএম

আরও পড়ুন