ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

দুই নেতার জন্য বিএনপির দোয়া মাহফিল

প্রকাশিত: ১২:০৩ পিএম, ১৯ আগস্ট ২০১৫

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার ও চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা মরহুম মোশারফ হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির উদ্দ্যোগে বুধবার বাদ আসর নয়াপল্টনস্থ দলটির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেন, ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার বিএনপির ক্রান্তিকালীন মহাসচিব ছিলেন। তিনি সামরিক শাসনের সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সে সময় আওয়ামী লীগ ও বিএনপির পক্ষ থেকে যে জোট গঠন করা হয়েছিল সেখানেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

তিনি বলেন, ১৯৯০ এর পর থেকে বাংলাদেশের গণতন্ত্রের যে সূচনা হয়েছিল সেখানেও তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।

অাবদুস সালাম তালুকদার ও মোশারফ হোসেনের স্মৃতিচারণ করে রিপন বলেন, তারা দুজনেই ছিলেন খুব ভাল মানুষ, সমাজসেবী এবং রাজনৈতিক বুদ্ধিজীবীদের মধ্যে অন্যতম। তাই আমরা তাদের দুজনকে সারা জীবনই গভীরভাবে স্মরণ করবো।

দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আবদুল সালাম আজাদ, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব।

এছাড়াও সহ দফতর সম্পাদক শামীমুর রহমান শামীন, আবদুল লতিফ জনি, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, বিএনপির নির্বাহী সদস্য অ্যাভোকেট রফিক শিকদার, তাঁতী দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমূখ। দোয়া মাহফিল পরিচালনা করেন ওলামা দলের সভাপিত আবদুল মালেক।

এমএম/এসকেডি/এমআরআই