ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

সাবেরের ব্যবসা ‘রাজনীতি’, ঋণ সোয়া দুই কোটি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৪৮ এএম, ০১ ডিসেম্বর ২০১৮

ঢাকা-৯ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রাপ্ত সাবের হোসেন চৌধুরীর বর্তমানে সোয়া দুই টাকা ঋণ রয়েছে। তার পেশা উল্লেখ করা হয়েছে ব্যবসা- ‘রাজনীতি’।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনে (ইসি) জমা দেয়া হলফনামায় এই তথ্য পাওয়া গেছে।

হলফনামায় উল্লেখ করা হয়েছে, জিএসপি ফাইন্যান্স কোম্পানি বাংলাদেশ লিমিটেড থেকে সাবের হোসেন দুই কোটি ২৫ লাখ ২৬ হাজার ৬২৭ টাকা ঋণ নিয়েছেন।

হলফনামায় বাড়ি, অ্যাপার্টমেন্ট, দোকান ও অন্যান্য ভাড়া থেকে সাবের হোসেনের আয় ৩০ লাখ ৫৬ হাজার ৭০০ টাকা, ব্যবসা থেকে ৩৭ লাখ ১৭ হাজার ৫৬৬ টাকা, শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে ৬৭ লাখ ৭৮ হাজার ৩৬২ টাকা উল্লেখ করা হয়েছে।

এছাড়াও সাবেরের নামে (অস্থাবর সম্পত্তি) নগদ তিন লাখ ৭৬ হাজার, বন্ড, ঋণপত্র থেকে সাড়ে ৯ কোটি, বাস-ট্রাক, মোটরসাইকেল থেকে এক কোটি ১৯ লাখ, স্বর্ণ ৩০ হাজার ও এক লাখ ৩৩ হাজার টাকার আসবাবপত্র রয়েছে।

হলফনামায় সাবেরের বিরুদ্ধে ৬টি ফৌজদারি মামলা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। সবগুলোতেই সাবের হোসেন বেকসুর খালাস পেয়েছেন।

এআর/বিএ/এমএস

আরও পড়ুন